Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের আপত্তি উপেক্ষা করে ভারত যাচ্ছেন দালাই লামা

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের নিষেধাজ্ঞা সত্তে¡ও ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। আসছে ১ এপ্রিল আসামের গুয়াহাটি পৌঁছাবেন শান্তিতে নোবেলজয়ী এই নেতা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, গুয়াহাটিতে দুইদিন অবস্থানের পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল সফরে যাবে তিনি। যদিও রাজ্যটির তাওয়াং যাওয়ার বিষয়ে আপত্তি করেছে চীন। এদিকে চীনের পক্ষ থেকে এরই মধ্যে দালাই লামার অরুণাচল সফর নিয়ে আপত্তি তোলা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, দালাই লামা ভারতের সম্মানিত অতিথি। তিনি তার খুশিমতো ভারতের যেকোনো জায়গায় যেতে পারেন। ভরতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আসামে প্রথমদিন আসাম ট্রিবিউন পত্রিকার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তার লেখা মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল বইটির অসমিয়া ভাষায় মোর দেশ, মোর মানুহ প্রকাশ করা হবে। হিন্দুস্থান টাইমস, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ