Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল প্রত্যাহার একটি বড় বিজয় : হিলারি

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ট্রাম্পের প্রস্তাবিত আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নিজ দলের বিরোধিতার কারণে গত শুক্রবার বিলটির ভোটাভুটি বাতিল হওয়ায় তা আমেরিকানদের জন্য বিজয় বলে মন্তব্য করেছেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি বলেন, রিপাবলিকানদের পরাজয় সব আমেরিকানদের জন্যই একটি বড় বিজয়। হিলারি ক্লিনটন শুক্রবার এক টুইট বলেন, তাদের (রিপাবলিকান) স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে দেশের ২৪,০০০,০০০ জন মানুষের জন্য একটি বিজয়। বয়স্কদের জন্য, পরিবারের জন্য, নারী ও নতুন মায়েদের জন্য দেশের জনগণকে এজন্য কঠিন লড়াই করতে হয়েছে। তিনি আরো বলেন, সর্বোপরি, এটা সবার জন্য একটি বড় বিজয় যারা বিশ্বাস করেন ওবামার অ্যাফোরডেবল (সাশ্রয়ী মূল্যের) হেলথ কেয়ার একটি মানবিক অধিকার। হিলারি বলেন, আমরা এই বিজয়কে কখনো ভুলবো না। এই বিজয় এসেছে কারণ আমাদের দেশের প্রতিটি কোণ থেকে মানুষ প্রস্তাবিত আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট বাতিলের জন্য তাদের প্রতিনিধিদের আহŸান জানিয়েছে, টাউন হলে সভা করেছে এবং তাদের কণ্ঠস্বরকে জাগ্রত করেছে। হিলারি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি নয়। ভবিষ্যতে আরো খারাপ ধারণার মধ্য আমাদেরকে ঠেলে দেয়া হতে পারে। এজন্য স্বাস্থ্যসেবা আরো সাশ্রয়ী মূল্যের করতে ভাল ধারণাকে আলিঙ্গন করতে হবে। তিনি বলেন, আমরা আজ সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আমাদের মূল্যবোধ রক্ষার জন্য লড়াইয়ের কোন বিকল্প নেই। রিপাবলিকান নেতৃত্ব মার্কিন স্বাস্থ্যপরিসেবা সিস্টেম বিলটি হাউজে তুলে। কিন্তু নিজ দলের মধ্যেই প্রয়োজনীয় ২১৬টি ভোট পাওয়ার নিশ্চয়তা না পাওয়ায়, শেষ মুহূর্তেই বাতিল ঘোষণা করা হয় স্বাস্থ্য বিলের ভোটাভুটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিলের স্বপ্নদ্রষ্টা হাউস স্পিকার পল রায়ানের জন্য একটি বড় পরাজয়। ফলে ওবামা কেয়ার প্রতিস্থাপন অভিপ্রেত ছিল। ওবামা কেয়ার আনুষ্ঠানিকভাবে অ্যাফোরয়েবল কেয়ার এক্ট নামে পরিচিত। এছাড়াও, হিলারি ক্লিনটন প্রচারণার কিছু ছবিও পোস্ট করেন। উল্লেখ্য, ওবামাকেয়ার এর স্থলে প্রস্তাবিত নতুন স্বাস্থ্যসেবা বিলটি প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলের পক্ষে গত শুক্রবার কংগ্রেসে রিপাবলিকানদের ন্যূনতম ভোট পাওয়া যাবে না জানার পরাই বিলটি প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের দল রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের জন্য এটি প্রথম বড় ধরনের আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনা ‘ওবামাবেকয়ার’ এর বদলে নতুন স্বাস্থ্যসেবা বিল ‘দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ চালু করতে চাইছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রথম থেকেই বিলটি নিয়ে খোদ রিপাবলিকান দলের সদস্যদের মতবিরোধ ছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেছেন, তারা নতুন স্বাস্থ্যসেবা আইনে সমর্থন না দিলে এবং শুক্রবারের ভোটে বিলটি অনুমোদন না করলে তাদের চিরকাল ওবামাকেয়ারেই আটকে থাকতে হবে। হাউস স্পিকার পল রায়ান পরাজয় স্বীকার করে বলেছেন, ওবামাকেয়ার দেশের প্রতিষ্ঠিত আইন বলেই বিবেচিত হবে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ