Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গোতে ৪০ পুলিশ কর্মকর্তার শিরñেদ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কঙ্গোতে বেসামরিক একটি বাহিনীর যোদ্ধারা পুলিশের একটি বহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে প্রায় ৪০ জন পুলিশ কর্মকর্তাকে শিরñেদ করে হত্যা করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসাইয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কামবিনা সাপু গোষ্ঠীর যোদ্ধারা পুলিশ বহরটির ওপর হামলাটি চালিয়েছিল। স্থানীয় শিলুবা ভাষায় কথা বলতে পারা ছয় পুলিশ কর্মকর্তাকে তারা ছেড়ে দেয়, কিন্তু বাকিদের হত্যা করে বলে জানিয়েছেন কাসাই প্রাদেশিক সভার সভাপতি ফ্রাঁসোয়া কালাম্বা। গত অগাস্টে নিরাপত্তা বাহিনী কামবিনা সাপু গোষ্ঠীর নেতাকে হত্যা করার পর থেকে কাসাইয়ের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শুক্রবার শিকাপা ও কানানাগা এলাকার মধ্যবর্তী স্থানে টহল দেওয়ার সময় পুলিশ বহরটির ওপর হামলা চালানো হয়।
প্রাদেশিক গভর্নর অ্যালেক্সি এনকান্দে মাইওপোম্পা জানিয়েছেন, হত্যাকাÐের বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কামবিনা সাপু গোষ্ঠীর নেতা জ্যা পিয়েরে পান্ডিকে হত্যা করার পর সৃষ্ট অস্থিরতায় কাসাই অঞ্চলে এ পর্যন্ত ৪০০ জন নিহত ও দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৬ সালের জুনে কামবিনা সাপু গোষ্ঠী তাদের নেতাকে স্থানীয় প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করে ওই অঞ্চল থেকে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়ার দাবি তোলে। এর দুই মাস পর তাদের নেতা পান্ডিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রেসিডেন্ট যোশেফ কাবিলা ক্ষমতা ছাড়েননি, এতে ডিআর কঙ্গোতে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ