Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত নির্বাচনে প্রার্থী না হওয়ায় বাইডেনের দুঃখ প্রকাশ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্রেটিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করেছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বছরের শুরুতে তার পুত্রের মৃত্যুর কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। গত শুক্রবার নিউ ইয়র্কের হ্যামিলটনের কোলগেট বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়েই দুঃখ প্রকাশ করেন। বলেন, মার্কিন প্রেসিডেন্ট হতে না পারার কষ্ট তার রয়েছে। ছেলে বিউর মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার মতো মানসিক অবস্থা ছিল না। মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রাপ্ত অভিজ্ঞ রাজনীতিবিদ জো বাইডেন নির্বাচনে অংশগ্রহণ করলে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতেন বলে তিনি বিশ্বাস করেন। দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ