মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কলকাতা হাইকোর্টে আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। চার সপ্তাহের মধ্যে ওই মন্ত্রী, বিধায়ক ও নেতাদের হলফনামা দিতে হবে আদালতে। তারপর ফের শুনানি। রাজ্যের নেতা-মন্ত্রীদের আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে এবার আর শুধু চর্চা নয়। সরাসরি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মন্ত্রী, বিধায়ক মিলিয়ে ১৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। জনস্বার্থ মমালাকারীর দাবি সিবিআই তদন্তের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে পাল্টা প্রশ্ন করেন অর্থমন্ত্রী অমিত মিত্রর আইনজীবী। বলেন, অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। ২০১১-২০১৬ সম্পত্তির হিসেব ঠিক নয়। অর্থমন্ত্রীর পেনশন ও গ্র্যাচুইটি, সেই সম্পত্তির উল্লেখই নেই। ভুলে ভরা মামলার অভিযোগ তুলে আইনজীবী বলেন, ‘জনস্বার্থ মামলা ধোপে টেকে না। তবে বিচারপতিরা এই বক্তব্য মানতে রাজি হননি। যে কারণে চার সপ্তাহের মধ্যে প্রত্যেককে হলফনামা জমা দিতে বলেছেন। যেসব মন্ত্রী ও নেতাদের হলফনামা দিতে হবে তারা হলেন, শোভন চট্টোপাধ্যায়- মন্ত্রী ও মেয়র, জ্যোতিপ্রিয় মল্লিক- মন্ত্রী, মলয় ঘটক- মন্ত্রী, অর্জুন সিং- বিধায়ক, গৌতম দেব- মন্ত্রী, ইকবাল আহমেদ- বিধায়ক, ফিরহাদ হাকিম- মন্ত্রী, স্বর্ণকমল সাহা- বিধায়ক, ব্রাত্য বসু- মন্ত্রী, অরূপ রায়- মন্ত্রী, জাভেদ খান- মন্ত্রী, অমিত মিত্র- মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা- মন্ত্রী, সুব্রত মুখার্জি- মন্ত্রী, রাজীব বন্দ্যোপাধ্যায়- মন্ত্রী, সাধন পাÐে- মন্ত্রী, সব্যসাচী দত্ত- মেয়র, বিধাননগর, শিউলি সাহা- বিধায়ক, বিমান বন্দ্যোপাধ্যায়- অধ্যক্ষ, বিধানসভা। অভিযুক্তদের সম্পত্তি নিয়ে খোঁজ খবর শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই অবস্থায় আয় বহির্ভূত সম্পত্তি মামলা নতুন করে বিপাকে ফেলতে পারে এই নেতা-মন্ত্রীদের। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।