Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজছাত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তপতী বল (১৮) নামে এক কলেজছাত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহ করছে। তপতী ওই গ্রামের জগদীশ বলের মেয়ে ও গোপালগঞ্জ শহরের হাজী লালমিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, গত শনিবার রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে তপতী ঘুমাতে যায়। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। বাড়ির পাশের একটি বাগানে স্থানীয়রা গত রোববার তপতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ওড়ানা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে সেখানে আত্মহত্যার কোন সিনড্রম পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যা না আত্মহত্যা বিষিয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়নি। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
বাল্যবিয়ে রোধে মতবিনিময়
গোপালগঞ্জে বাল্যবিয়ে রোধে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে শহরের শেখ হাসিনা গার্লস স্কুল এ্যান্ড কলেজে বাংলাদেশ ব্যাংক ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু। গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়, নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয় ও বালাডাঙ্গা এস.এম মুসা মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগোল কিশোর বিশ্বাস। অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা আক্তার পাপিয়া, বঘুনাথপুর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, শিক্ষক শুকদেব ভক্ত, অনুপ কুমার বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্রীকে হত্যার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ