Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বন্দুক যুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় গতকাল সোমবার ভোর রাত ৪ টায় পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী মাদক বিক্রেতা গোলাম মাওলা মৃধা (৩৫) র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এ সময় র‌্যাব তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, বিপুল পরিমাণ গোলাবারুদ, ৬শ’ পিছ ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার মোবাইল ম্যাসেজের মাধ্যমে। এদিকে একটি সূত্র জানায়, পটুয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম মাওলা মৃধা দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। গত রোববার বিকেলে হেতালিয়া বাঁধঘাট এলাকায় দখলকৃত একটি জমিতে কাজ করার খবর পেয়ে র‌্যাব-৮ সেখান থেকে তাকে আটক করে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে গোলাম মাওলা মৃধার নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়টি মামলা রয়েছে তা আমরা পরে জানাতে পারব। তবে সে পটুয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালীতে বন্দুক যুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ