পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সম্প্রতি ঢাকার পুলিশ কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে ‘পলি কেবলস ডিলার মিট ২০১৭’। দেশের স্বনামধন্য কেবল কোম্পানি পলি কেবলস আয়োজিত এই ডিলার মিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পলি কেবলস পণ্যের পরিবেশকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলি কেবলস-এর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয় এবং পণ্যগুলোর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। ম্যানেজিং ডিরেক্টর, মোঃ জাকির হোসেন অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান ও পলি কেবলস-এর পণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। এর পরে বক্তব্য রাখেন পলি কেবলস-এর চেয়ারম্যান, মোঃ জাহিদ হোসেন। তিনি পলি কেবলসকে নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা ব্যাখ্যা করেন। বক্তব্যে তিনি, পলি কেবলস-এর উপস্থিত সকল পরিবেশকরা পলি কেবলসকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। হেড অফ সেলস, মোঃ মাহবুব আলম, এজিএম, সেলস এন্ড মার্কেটিংসহ পলি কেবলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।