Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেসে স্বাস্থ্যসেবা বিল প্রত্যাহার

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রিপাবলিকান শিবিরে দ্বিধাবিভক্তি, চরম অনিশ্চয়তার মুখে ভোটাভুটি বাদ
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম আইন প্রণয়ন করতে গিয়েই ধাক্কা খেলেন ট্রাম্প। নিজের দলের সমর্থনও পেলেন না
ইনকিলাব ডেস্ক : শেষমুহূর্তে এসে ভোটাভুটি বাদ দিয়ে প্রত্যাহার করে নিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল। এই বিল নিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরাই বিভক্ত হয়ে পড়েছিল। ক্ষমতায় আসার পর প্রথম আইন প্রণয়ন করতে গিয়ে ট্রাম্প ব্যর্থ হলেন। এটি তার জন্য বড় ধাক্কা বলে বিশ্লেষকরা বলছেন। কারণ ওবামার সময়ের স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিল, যা ওবামা কেয়ার নামে পরিচিত, সেটি বাতিল করার বিষয়টি ছিল ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। নিজের দলেই সমর্থন না পেয়ে ট্রাম্প তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেন। ওবামার প্রণীত স্বাস্থ্যসেবা বিল বাতিল করা সম্ভব হলো না। হাউজ স্পিকার পল রায়ান বলেছেন, ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের সমর্থনে ২১৫টি রিপাবলিকান ভোট পাওয়া যাবে না। এমন অনিশ্চয়তার মুখে তিনি এবং ট্রাম্প কংগ্রেসে ভোট না করতে সম্মত হন। এটাকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন স্পিকার পল রায়ান।
অন্যদিকে ডেমোক্র্যাটরা এটাকে আমেরিকার জনগণের বিজয় বলে বর্ণনা করেছেন। তারা বলেছেন, ওবামার স্বাস্থ্যসেবা আইন বাতিল করে ট্রাম্পের বিল প্রণয়ন করা হলে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হতেন। গত বৃহস্পতিবারেই কংগ্রেসে ভোটাভুটি হওয়ার কথা ছিল।কিন্তু নিজ দলেই বিরোধিতার কারণে সেদিন ভোট করা যায়নি। ট্রাম্প শুক্রবারে ভোট করার ব্যাপারে নিজ দলের সদস্যদের প্রতিই আল্টিমেটাম দিয়েছিলেন। তাতে লাভ হয়নি। হোঁচট খেলেন ট্রাম্প।
এদিকে, নিজের স্বাস্থ্যসেবা বিলের ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের ভোটাভুটিতে হারের শঙ্কায় বিলটি প্রত্যাহার করে নেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, এ বিষয়ে ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেন, আমরা ডেমোক্র্যাটদের একটি ভোটও পেতাম না, আমাদের মধ্যেও কিছুটা কুণ্ঠা ছিল, যা এখনো কিছুটা রয়ে গেছে, তাই আমরা এটি প্রত্যাহার করেছি। শেষ মুহূর্তে নেয়া প্রত্যাহারের সিদ্ধান্তটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা কর্মসূচি বাতিল ও তার পরিবর্তে আরেকটি কর্মসূচি চালু করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এ কারণেই ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন ‘দ্য আমেরিকান হেলথ কেয়ার বিল’ আনা হয়েছিল কংগ্রেসে। কিন্তু ট্রাম্পের নতুন এই বিলটির পক্ষে রিপাবলিকানদের ন্যূনতম ২১৫টি ভোট না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে স্পিকার পল রায়ান জানান, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি প্রত্যাহ্যারের বিষয়ে একমত হয়েছেন। বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয়কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আভাস পাওয়া গেছে, ২৮ থেকে ৩৫ জন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট প্রস্তাবটির বিরোধিতা করেছিলেন। বলা হচ্ছে, এদের মধ্যে বিলটিতে হেলথ কভারেজ কঠোরভাবে কাটছাঁট করা নিয়ে অসন্তুষ্ট ছিলেন কয়েকজন, অন্যরা বিলটিতে আনা পরিবর্তন যথেষ্ট হয়নি বলে অনুভব করছিলেন।
সা¤প্রতিক এক জরিপেও আভাস পাওয়া গিয়েছিল, বিলটি জনপ্রিয়তা পাবে না, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১৭ শতাংশ বিলটির প্রতি সমর্থন জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, শুক্রবার দিনটি রিপাবলিকানদের জন্য শুধু খারাপ ছিল না, একটি বিপর্যয়কর দিন ছিল। রয়টার্স, সিএনএন, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ