Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস’র রাজধানী রাক্কা পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াই : ফ্রান্স

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরকে জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াইয়ে যাবে পশ্চিমা জোট। গত শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ-ইভেস লে ড্রাইয়ান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানান। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সবসময়ই বলে আসছি রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)-এর ওয়াইপিজি বাহিনীর প্রধান বলেন, রাক্কা পুনরুদ্ধারে এপ্রিলের শুরুতে অভিযান চালাবে তারা। খবরে বলা হয়, এরই মধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর। কিন্তু এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মসুল পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ