Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

লন্ডনে হামলার পর এবার ফ্রান্সে বন্দুকধারীর গুলি ৩ জন আহত

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলের একটি মেট্রো স্টেশনের বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওই গুলিবর্ষণের পর অজ্ঞাত ওই বন্দুকধারী পালিয়ে যায় বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে। স্থানীয় দৈনিক লা ফিগারো বলছে, গাড়িতে থাকা বন্দুকধারীর মাথায় হুডি ছিল। প্রাথমিকভাবে ঘটনাটিকে ব্যক্তিগত উত্তেজনাজনিত গুলিবর্ষণ বলেই মনে করছে পুলিশ। বন্দুকধারীকে খোঁজা হচ্ছে। নেটওয়ার্ক নাইনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট অস্ট্রেলিয়া জানিয়েছে, এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হলেও প্রত্যক্ষদর্শীরা অন্তত ৫টি গুলির শব্দ শুনেছেন। আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে দ্য সান। এদের মধ্যে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীও আছে, তার পায়ে গুলি লেগেছে। এর আগে গত সপ্তাহে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের হাইস্কুলে প্রকাশ্যে ভারি অস্ত্র ও বন্দুক নিয়ে এক ছাত্র হামলা চালায়। হামলায় প্রধানশিক্ষকসহ অন্তত ৩ জন আহত হয়। আমেরিকান-ধাঁচের বেপরোয়া গুলি চালানোর কয়েকটি ভিডিও দেখার পর ১৭ বছর বয়সী ওই ছাত্র এ হামলা চালায় বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ঘটনার পরপরই পুলিশ ছাত্রটিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি রাইফেল, দুটি হাতবন্দুক এবং দুটো গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তাছাড়া, হামলাকারী কয়জন ছিল তাও এখনও পরিষ্কার নয়। স্থানীয় গণমাধ্যম বলছে, দ্বিতীয় আরেকজনও গুলি ছুড়েছে। সে পলাতক রয়েছে। তবে অন্য আরও কয়েকটি খবরে একজন হামলাকারীর কথাই বলা হয়েছে। এএফপি, দ্য সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ