Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবীয় সেনাপ্রধানের বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ মার্কিন কমান্ডারের

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার জাতীয় সেনাবাহিনীর প্রধান খলিফা হাফতারের বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ করেছেন আফ্রিকার মার্কিন কমান্ডার মেরিন জেনারেল থমাস ওয়াল্ডহাউজার। গত শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, হাফতারের সঙ্গে রাশিয়ার অনস্বীকার্য সম্পর্ক রয়েছে। লিবিয়ায় রাশিয়ার ভূমিকা মার্কিন স্বার্থকে ক্ষুণœ করছে বলেও তিনি উল্লেখ করেন। চলতি মাসের প্রথমদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মিশরের পশ্চিমাঞ্চলে লিবিয়া সীমান্তের নিকটবর্তী এক বিমানঘাঁটিতে রাশিয়া বিশেষ বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। তবে রাশিয়া ওই প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে। লিবিয়ায় রুশ বাহিনীর সদস্যদের উপস্থিতি সম্পর্কে জেনারেল ওয়াল্ডহাউজার বলেন, লিবিয়ায় রুশ সেনাবাহিনী রয়েছে। তারা আমাদের কর্মকান্ডে প্রভাব বিস্তার করছে। আর তা আমাদের জন্য উদ্বেগজনক। মার্কিন নীতি-নির্ধারক ও সেনা বিশ্লেষকদের মতে, লিবীয় সেনাপ্রধান হাফতারকে সহযোগিতার জন্যই রাশিয়া সেখানে সেনা মোতায়েন করছে। এ প্রসঙ্গে ওয়াল্ডহাউজার বলেন, আমার মনে হয়, এটা সাধারণ জ্ঞানের বিষয়। হাফতারের সঙ্গে রাশিয়ার অনস্বীকার্য সম্পর্ক রয়েছে।
লিবিয়ায় রুশ স্বার্থ এবং তাদের কর্মকান্ড আমাদের স্বার্থকে ক্ষুণœ করবে। তেলসমৃদ্ধ লিবিয়া ও উত্তর আফ্রিকায় রাশিয়ার উপস্থিতি মার্কিন কর্তৃপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ