Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে বার্ড ফ্লু ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানে বার্ড ফ্লু ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মারাত্মক সংক্রমণশীল বার্ড ফ্লু’র প্রকোপ ঠেকানোর চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার দুই লাখ ৮০ হাজারের বেশি মুরগি নিধনে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গত নভেম্বর মাস থেকে দেশব্যাপী বেশ কয়েকটি খামারে কয়েক দফা নিধনযজ্ঞ চালানো হয়েছে। সর্বশেষ দফায় ১৬ লাখ ৭০ হাজারের বেশি মুরগি হত্যা করা হবে। নভেম্বর মাসে উত্তরাঞ্চলীয় অ্যামোরি অঞ্চলে ভাইরাসটি শনাক্ত করা হয়। খবরে বলা হয়, বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে প্রায় তিন লাখ পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে জাপান। দেশটির খামার দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্য স্টার অনলাইন, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ