Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ওষুধ সরবরাহে জাতিসংঘের সাহায্য চেয়েছে ভেনিজুয়েলা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতিসংঘের কাছে তার দেশে ওষুধ সরবরাহ জোরদার করতে সাহায্য চেয়েছেন। মাদুরো বলেছেন, ওষুধ সরবরাহ স্বাভাবিক করায় ও দেশজুড়ে ওষুধ বণ্টন করায় জাতিসংঘের ভালো দক্ষতা রয়েছে। ভেনেজুয়েলার মেডিক্যাল ফেডারেশন সম্প্রতি জানিয়েছে, প্রয়োজনের তুলনায় ৫ শতাংশের কম ওষুধ রয়েছে হাসপাতালগুলোতে। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, তার সরকারের বিরুদ্ধে বিরোধীদের অর্থনৈতিক যুদ্ধ ও তেলের দাম পড়ে যাওয়ায় ওষুধ সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। গত শুক্রবার টেলিভিশনে কথা বলার সময় মাদুরো বলেন, যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির শিকার হয়েছে আমাদের জনগণ, তা থেকে উত্তরণে জাতিসংঘের সাহায্য চেয়েছি আমি। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ