Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় ব্যাংকে আগুন : নাশকতা না দুর্ঘটনা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

হাসান সোহেল : হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৮০৮ কোটি টাকা চুরির ঘটনায় এখনো বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ওই ঘটনার এক বছর পার হতে না হতে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একটি ই-মেইল থেকে ব্যাংকগুলোকে ভুয়া বার্তা পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার রাতে একই বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনা কাকতালীয় না পরিকল্পিত তা নিয়ে সর্বমহলে আলোচনা ও গুঞ্জন চলছে। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন-এটি শুধুমাত্র দুর্ঘটনা নাকি নাশকতা, নাকি ব্যাংকিং খাতের দুর্নীতিবাজরা তাদের অপরাধ আড়াল করতে এই অগ্নিকান্ড ঘটিয়েছেন। রিজার্ভ চুরির সাথে জড়িতরা তথ্য-প্রমাণ পুড়িয়ে ফেলার জন্য তিন দিনের এক লম্বা ছুটির আগে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছেন বলেও অনেকের ধারণা। আগুনের ভয়াবহতা খুব বেশি না। তবে এ নিয়ে সন্দেহ অত্যন্ত তীব্র। ঘটনার পরপর বিভিন্ন বেসরকারি টেলিভিশন টকশোতে এ নিয়ে তীর্যক সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রিজার্ভ চুরির সাথে জড়িতরা তথ্য-প্রমাণ গায়েব করতে এ ঘটনা ঘটিয়েছে এমনটাই আলোচিত হয়েছে। এই ঘটনাকে পরিকল্পিত বলেও অনেকে মন্তব্য করেছেন। বিশেষ করে রিজার্ভ চুরি সংক্রান্ত বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশের দুই ঘণ্টার মধ্যে আগুন লাগায় অনেকে নাশকতা বলতেও দ্বিধা করেননি। বিএনপি নেতারাও রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ না হওয়ায় এবং বাংলাদেশ ব্যাংকের আগুন লাগার ঘটনায় জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে এই ঘটনার সাথে সরকার জড়িত বলেও উল্লেখ করেছেন। এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুই তদন্ত কমিটির সদস্যরা। একই সঙ্গে আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকান্ডের খবর বাংলাদেশ ব্যাংকের কেউ ফায়ার সার্ভিসকে জানায়নি। স্থানীয়দের কাছ থেকে প্রথম জানতে পারেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে দেশের অর্থনীতির নিয়ামক এই প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবনের অবকাঠামো অগ্নিনির্বাপক উপযোগী নয় বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
অর্থনীতিবিদ ড. আবু আহমেদ বলেন, একের পর এক কেন্দ্রীয় ব্যাংকের দুর্ঘটনা রহস্যজনক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার এমন বেহাল অবস্থায় বড় ধরনের সঙ্কট দেখা দিতে পারে। রিজার্ভ চুরির পর বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের ভাবমর্যাদা ক্ষুণœ হয়েছে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হওয়া বিরল ঘটনা। এমতাবস্থায় সরকারকে আরও গুরুত্বের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা বিধান করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, এটা বিদেশী ষড়যন্ত্র। বিশেষ করে পাকিস্তানের। প্রতিষ্ঠানের মধ্যে ঘাপটি মেরে থাকা পাকিস্তান পন্থীরাও এ ঘটনা ঘটাতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান আমাদের শত্রæ।
রিজার্ভ চুরি ও আগুন লাগার দুটি ঘটনা কাকতালীয় নাকি উভয়ের মধ্যে সম্পর্ক আছে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নানকে। এমন প্রশ্নে বিব্রত অর্থপ্রতিমন্ত্রী প্রকাশ্যে এর সাদৃশ্যের কথা স্বীকার না করলেও বিষয়টি নিয়ে উচ্চতর তদন্ত করার ইঙ্গিত দিয়েছেন।
আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল লোপাটের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। চুরি হওয়া আট কোটি দশ লাখ ডলার চলে গিয়েছিল ফিলিপিন্সের ব্যাংক ও জুয়ার বাজারে। সে অর্থ ফেরত আনার জন্য তদ্বিরও করেছে বাংলাদেশ। কিন্তু বিষয়টি এখন সে দেশে অনেকটাই স্থবির আছে।
সূত্র মতে, রিজার্ভ চুরির ঘটনা নিয়ে এমনিতেই সমালোচিত বাংলাদেশ ব্যাংক, এর ওপর বৃহস্পতিবারের আগুন লাগার ঘটনা বিষয়টিকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। এ দু’টি ঘটনার মধ্যে সম্পর্ক আছে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। উভয় ঘটনার মধ্যে একটি সাদৃশ্য এ প্রশ্নটিকে আরও জোরালো করেছে, আর তা হচ্ছে গত বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল ৩ দিনের ছুটির ফাঁকে, এবারও আগুন লাগার ঘটনার পরে রয়েছে তিন দিনের ছুটি। সঙ্গত কারণেই, দুটি ঘটনা কাকতালীয় নাকি উভয়ের মধ্যে সম্পর্ক আছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরাও বিষয়টিকে রহস্যজনক মনে করছেন। তাদের মতে, রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা বা নথিপত্র গায়েব করতেও কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ১৪ তলায় অবস্থিত বৈদশিক মুদ্রা নীতি বিভাগ। আর এর ঠিক উপরের তলাতেই রয়েছে আরেক গুরুত্বপূর্ণ দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর মনিটরিং দফতর। যেখানটায় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও দেশের ব্যাংক খাতের বড় বড় অনিয়মের নথিপত্র রয়েছে। অপরদিকে নিচের তলাতে ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টের মত গুরুত্বপূর্ণ বিভাগ।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি গতকাল তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, রিজার্ভের টাকা লুটের পর ই-মেইলে ভুয়া বার্তার ঘটনা। এর পরপরই একই বিভাগে আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মাঝে নানান প্রশ্নের উদ্রেক হয়েছে। পর পর কেনো এ ধরনের দুর্ঘটনা ঘটবে! এখানকার নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি আছে কি-না? সে বিষয়ে গভীরভাবে উচ্চতর তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশের আর্থিক খাতের প্রধান নিয়ামক ‘বাংলাদেশ ব্যাংক’। এখানে একের পর এক দুর্ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা উদ্বিগ্ন। এখন কেন্দ্রীয় ব্যাংক ও ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। বিশেষ করে এসব ঘটনায় অন্যকোনো লিংক আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। আর্থিক খাতের শৃঙ্খলার স্বার্থে সরকার এ ব্যাপারে কোনো ছাড় দেবে না।
বৃহস্পতিবার এই ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শনে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারের উচ্চ পর্যায়ের এসব কর্তাব্যক্তির উপস্থিতি বাড়তি গুরুত্ব বহন করে। এই গুরুত্ব কেন? অবশ্যই কর্তাব্যক্তিরা বলেছেন, কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত থাকার কথা। এতে বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। যদিও গতকাল এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই ঘটনাকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন। এদিকে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান এবং দেশের আর্থিক খাতের প্রধান নিয়ামক এই ব্যাংকের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও প্রশ্ন রাখেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। তিনি বলেন, অগ্নিকাÐ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। ভবনের অবকাঠামো অগ্নিনির্বাপক উপযোগী নয়। তাছাড়া ফায়ার অ্যালার্মগুলোও অকার্যকর।
ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ গতকাল সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের অগ্নিনির্বাপক ব্যবস্থা মান্ধাতা আমলের। একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ার পরও অগ্নিনির্বাপণে কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। তিনি আরও বলেন, আগুন লাগার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। এলাকাবাসীর ফোনে তারা নিজ উদ্যোগে ছুটে গেছেন। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তে বিস্তারিত আসবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা যেন জোরদার করা হয় সেজন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হবে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। এছাড়া মাঝে মধ্যে অগ্নিকান্ড ঘটলে কী করণীয় সে বিষয়ে ট্রায়াল যেন নিয়মিত করা হয় সেই সুপারিশও থাকবে কমিটির পক্ষ থেকে। পাশাপাশি অগ্নিনির্বাপনে ফায়ার অ্যালার্মসহ দরকারি সরঞ্জামাদি রাখা এবং কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করবেন তদন্ত কমিটির সদস্যরা।
এদিকে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন দুই তদন্ত কমিটির সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির তিন সদস্য গতকাল সকাল ১০টা ২৪ মিনিটে ৩০ তলা ভবনের ১৪ তলায় যান। সেখানে তারা দেড়-দুই ঘণ্টা অবস্থান করেন। পরে সাংবাদিকদের তদন্ত কমিটির প্রধান ও নির্বাহী পরিচালক আহমেদ জামাল সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময়ে ওই বিভাগের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। রাত ৮টার মধ্যে নিরাপত্তা বিভাগ নিয়মানুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগের দরজা বন্ধ করে দেয়। আর রাত ৯টার পরে আগুন লাগে। বিষয়টা প্রথমে নিরাপত্তা বিভাগ জানতে পেরে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এতে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাক ও তার সহকারীর দুইটি কক্ষই পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নেওয়ায় অন্যান্য ডেস্কের কোনো ক্ষতি হয়নি। ওই দুই কক্ষে থাকা টেবিল, চেয়ার, সোফা ইত্যাদি পুড়েছে। কিন্তু ওইখানে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ছিল না বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আগুন লাগার ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ খুবই সামান্য। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট করে তিনি বলেননি। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও কমন সার্ভিসেস্ ডিপার্টমেন্ট-২-এর মহাব্যবস্থাপক মো. তফাজ্জল হোসেন।
জানা গেছে, মহাব্যবস্থাপকের কক্ষে থাকা দু’টি কম্পিউটার, কয়েকটি চেয়ার, দু’টি টেবিল, একটি ফটোকপি মেশিন এবং মহাব্যবস্থাপকের ব্যক্তিগত কিছু ফাইলপত্র পুড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, তদন্ত শেষ হলে অগ্নিকান্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। রিজার্ভ চুরির তথ্য আড়াল করা বা বিশেষ কোনো উদ্দেশ্যে অগ্নিকান্ডরর যে কথা বলা হচ্ছে, তাও সঠিক নয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। কেননা বাংলাদেশ ব্যাংকের যে বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষে আগুন লেগেছে সেখান থেকে বৈদেশিক বাণিজ্য বিষয়ক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এখান থেকে কোনো ধরনের আর্থিক লেনদন হয়না, এমনকি আর্থিক লেনদেন সংশ্লিষ্ট কোনো তথ্যও থাকে না। এদিকে গতকাল দুপুরের পর পরই ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের আগুন পোড়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এসময়ে তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
আলোচনায় রিজার্ভ চুরি ও ৩ দিনের ছুটি
২০১৬ সালের ৪ ফেব্রæয়ারি দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম হ্যাকড করে রিজার্ভ ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা চুরি করা হয়। সেদিনটা ছিল বৃহস্পতিবার। পরের দুইদিন শুক্র ও শনিবার বাংলাদেশের ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি পালিত হয়। আবার যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রবিবার সাপ্তাহিক ছুটি। আবার ৭ ফেব্রæয়ারি (সোমবার) চীনের নববর্ষ উপলক্ষে ছুটি ছিল ফিলিপাইনে। এই ছুটির ফাঁকে মার্কিন ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে স্থানান্তর করা হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকে। তিন দেশে ভিন্ন ভিন্ন দিনের ছুটির দিনগুলোকে সমন্বয় করেই হ্যাকাররা এ ঘটনা ঘটিয়েছে। এবার আগুন লাগার পরের দুইদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, আবার রবিবার বিভিন্ন দেশের ছুটির সঙ্গে বাংলাদেশে স্বাধীনতা দিবসের ছুটিও রয়েছে।
ছুটির ফাঁকে আগুন লাগার ঘটনায় রিজার্ভ চুরির সময়ের সাদৃশ্য থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান বলেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা ঠিক হবে না। তবে আপাতত এমনটি মনে হচ্ছে না। তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে এই ঘটনার কোনও সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন। তবে বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ স্থানে বারবার অগ্নিকান্ডের ঘটনা কোনওভাবেই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কাকতালীয় হোক আর যা-ই হোক, এভাবে আগুন লাগার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। আমাদের আইসিটি বিভাগ, বুয়েট ও কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞদের দেখানো হবে। ঘটনা যা-ই ঘটুক, প্রকৃত ঘটনা সবাইকে জানানো হবে। এখানে ঢেকে রাখার কিছু নেই। সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
রিজার্ভ চুরি নিয়ে বিবিসি বাংলা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত। অপরাধীরা ঢাকায় ঘুরে বেড়াচ্ছে। বিবিসি বাংলা ফিলিপিন্সের ইনকোয়ারার পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক ড্যাক্সিম লুকাসের বরাত দিয়ে একটি সংবাদ বৃহস্পতিবার প্রকাশ করে। যিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রথমে বিস্তারিত ফাঁস করে ব্যাপক আলোড়ন তোলেন। এই সংবাদ প্রকাশের দুই ঘন্টা পরই বাংলাদেশ ব্যাংকে আগুন লাগে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে- ফিলিপিন্সের কিছু কর্মকর্তা বিশ্বাস করেন, যারা এ অপরাধের সূচনা করেছিল তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের লোক। ফিলিপিন্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক ড্যাক্সিম লুকাসকে বলেছে- বাংলাদেশ অযথাই ফিলিপিন্সের ঘাড়ে বেশি দোষ চাপাচ্ছে। অপরাধীরা হয়তো ঢাকায় ঘুরে বেড়াচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের জিডি
বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় জিডি করেন। মতিঝিল থানার এসআই ইব্রাহিম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের কার্যালয় ৩০তলা ভবনের ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পূর্ব-দক্ষিণ কোণে আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ৩০ মিনিটের ভেতরের মধ্যে আগুনের শিখা নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বন জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার ২০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার মাসুদ বিশ্বাসের কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। এ ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়। একটি তিন সদস্যের অন্যটি পাঁচ সদস্য বিশিষ্ট। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিকে ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



 

Show all comments
  • Nur- Muhammad ২৫ মার্চ, ২০১৭, ৭:২৭ এএম says : 0
    রিজার্ভ চুরির সাথে যারা জরিত তারা এই কাজ করতে পারে। তবে ক্ষমতাধর কেহ থাকলে সবই আড়াল হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Kamal ২৫ মার্চ, ২০১৭, ২:০৭ পিএম says : 0
    sotto bolle abar tanvir er moto ghum howar somvabona ase
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ