মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লন্ডনে গাড়ি নিয়ে হামলার পর ২৪ ঘণ্টা না যেতেই বেলজিয়ামের একটি শহরে দ্রæত গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বৃহস্পতিবার দক্ষিণের শহর আন্টরিপে এ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় উত্তর আফ্রিকার বংশোদ্ভূত এক ফরাসি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ডি মেইর এলাকার প্রধান কেনাকাটার রাস্তায় অত্যন্ত দ্রæত গতিতে একটি গাড়ি চালানোর চেষ্টা করা হয়। কোনো আঘাত হানার আগেই গাড়িটির গতিরোধ করে ফেলে পুলিশ। গাড়ির ভেতর থেকে ছুরি, বন্দুক ও কিছু তরল পদার্থ উদ্ধার করা হয়েছে। আন্টরিপের পুলিশ প্রধান সার্জেন্ট মুইতেরস বলেছেন, গাড়িটি দ্রæত গতিতে ডি মেইরের সড়কে চালানো হচ্ছিল। আমাদের সহকর্মী সেনা সদস্যরা এটি চিহ্নিত করতে সক্ষম হয় এবং এটিকে থামানোর চেষ্টা করে। তবে চালাক বেরিক্যাড ভেঙ্গে ফেলে এবং লাল বাতি অতিক্রম করে বন্দরের দিকে যাওয়া শুরু করে। এরপর দ্রæত পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সেখানে র্যাপিড অ্যাকশন ইউনিট পাঠিয়ে দেয় এবং গাড়ি ও চালককে আটকানো সম্ভব হয়। প্রসঙ্গত, গত বুধবার হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে গাড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।