Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের মুক্তাঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান দেখানো উচিত : বেইজিং

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান প্রদর্শন করা উচিত বলে মন্তব্য করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে চীনের স্বঘোষিত মুক্তাঞ্চলে একটি মার্কিন বোম্বারকে উড়তে দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বাণী উচ্চারণ করে চীন। প্রসঙ্গত, ২০১৩ সালে এলাকাটিকে নিজেদের মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করে চীন। চীনা অনুমতি ব্যতীত কোনো এয়ারক্রাফট এ অঞ্চলের ওপর দিয়ে উড়তে পারে না। তবে চীনের এ ঘোষণাকে স্বীকৃতি প্রদান করেনি যুক্তরাষ্ট্র ও জাপান। মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সেসের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানায়, ইন্টারন্যাশনাল এয়ারস্পেসের নিয়মিত কার্যক্রম অনুসারে, মার্কিন বি-ওয়ান বোম্বারটি রোববার দক্ষিণ কোরিয়ার কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। চীনা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের ডাকে সাড়া দিলেও বোম্বারটি চীনের অনুরোধে নিজের কক্ষপথ থেকে সরে যায়নি। গত বৃহস্পতিবার দৈনন্দিন সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, সব দেশের এ মুক্তাঞ্চল-সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে আচরণ করা উচিত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ