Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ তালেবান নেতাকে মস্কো শান্তি বৈঠকে বসানোর চেষ্টা পাকিস্তানের

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানি কর্মকর্তারা সে দেশে অবস্থানরত ৭ তালেবান নেতাকে আগামী এপ্রিলে মস্কোতে বহুজাতিক শান্তি আলোচনায় বসাতে রাজি করানোর চেষ্টা করছে। দুই তালেবান কর্মকর্তা এ কথা জানান। পাকিস্তান সে দেশে অবস্থানরত তালেবান নেতাদের শান্তি আলোচনায় উপস্থিত করানোর জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। এসব তালেবান নেতা ২০০১ সালে আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকেছিল। গত বছর পাকিস্তান, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়ার ব্যাপারে কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু কাবুলে কয়েক দফা ভয়াবহ হামলার পর সে আলোচনা ভেস্তে যায়। আফগানিস্তান সেসব হামলার জন্য পাকিস্তানে লুকিয়ে থাকা তালেবান নেতাদের দায়ি করে। আগামী এপ্রিলে মস্কোতে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। আফগানিস্তান এতে অংশ নেবে। আলোচনায় ইরান এবং ভারতও থাকবে। ওয়াশিংটন এখনও জানায়নি, তারা এ শান্তি আলোচনায় থাকবে কি-না। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তালেবান নেতা ইসলামাবাদে বার্তা সংস্থা এপির সাথে বলেছেন, তারা গত সপ্তাহে পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের জেলে আটক তালেবান যোদ্ধাদের মুক্তিসহ তাদের দাবিদাওয়া পেশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ