Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৪

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে পৃথক তিনটি ঘটনায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। একটি ব্যাংক, একটি আইনি পরামর্শ কেন্দ্র ও একটি অ্যাপার্টমেন্টে সিরিজ হামলা চালান তিনি। পারিবারিক বিবাদের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। গত বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয় রথসচাইল্ড এলাকার ম্যারাথন সেভিংস ব্যাংকের শাখায় প্রথম হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে দুই ব্যক্তি প্রাণ হারান। হামলার পর পুলিশ আসার আগেই সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যান। এ ঘটনার ঠিক ১০ মিনিট পরেই স্থানীয় একটি আইনি পরামর্শ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। সেখানে এক ব্যক্তি প্রাণ হারান। এরপর দুপুর দেড়টা নাগাদ তৃতীয় হামলাটি হয় ওয়েসটন এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে। সেখানে হামলাকারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে সেখান থেকে তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। এবিসি, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ