Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলের ভেতরের কেউ আমাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর চক্রান্ত করেছিলেন : মমতা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেটা তার দলেরই কেউ করেছিলেন। গত বৃহস্পতিবার এবিপি আনন্দ’কে দেয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী সাক্ষাৎকারে দাবি করেন যে তার দলের বেশ কয়েকজনকে প্রভাবিত করে তাকে সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে কারা এই চক্রান্ত করেছিল বা দলের কোন সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তিনি কিছুই জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন যে তার বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক বা ভয় দেখানোর চেষ্টা করা হোক তিনি অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না । তিনি সব সময়ে মানুষের ভালোর জন্য কাজ করে এসেছেন এবং ভবিষ্যতেও তাই করে আসবেন । যে খানে সাধারণ মানুষের স্বার্থে আঘাত আসবে সেখানে তিনি কখনই আপোস করবেন না । সিবি আইয়ের হাতে নারদার তদন্ত ভার যাওয়ার সঙ্গে সঙ্গেই নানা বিতর্কের মুখে তৃণমূল সরকার । বৃহস্পতিবার এবিপি আনন্দ-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নারদা প্রসঙ্গে বলতে গিয়ে কেডি সিংকেই টেনে নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ