মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কর চারপাশে তীব্র লড়াইয়ের কারণে সেখানকার ৩ লাখ মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। তারা এখন মানবিক সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত আছে। দামেস্কে দ্রæত ত্রাণ সহায়তা পৌঁছানো জরুরী। রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের আকস্মিক হামলার পর থেকে শহরটির চারপাশেই এখন তুমুল সংঘর্ষ চলছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জন এগল্যান্ড বৃহস্পতিবার বলেছেন, তারা এখন পুরোপুরি আমাদের ওপর নির্ভরশীল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি আমরা সেখানে না পৌঁছতে পারি, তাহলে সেখানকার ৩ লাখ মানুষ অনাহারে পড়ে যাবে। দামেস্কর গ্রামীণ এলাকা দুমা এবং কাফ্্র বাতনায় গত বছর অক্টোবর মাসের পর থেকে জাতিসংঘের কোন সরবরাহ পৌঁছেনি বলে তিনি জানান।
শুক্রবার জেনেভায় যুদ্ধবিরতির কিছুটা আশা নিয়ে আলোচনা শুরুর আগে এগল্যান্ড এ তথ্য জানালেন। আলোচনায় বসার কারণ হচ্ছে, সরকার বা বিদ্রোহীদের পক্ষ থেকে কেউ যদি কিছুটা ছাড় দেয়, তাহলে তারা সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারবে। বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে জোবার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত পঞ্চম দিনের মতো সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো। হামার কাছে রাতভর যুদ্ধ করে তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে কিছুটা সাফল্যও পেয়েছে।
এগল্যান্ড বলেন, সিরিয়া সরকার তাদের ত্রাণের বহর নিয়ে যেতে এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, তাদের কোন নিরাপত্তার প্রতিশ্রæতি দেয়নি বিদ্রোহীরাও। তবে তিনি বলেন, দামেস্কের ওদূরে ওয়াদি বারাদা উপত্যকায় শুক্রবার তারা ত্রাণের বহর পাঠাতে পারবেন বলে আশা করছেন। এ এলাকাটিতে এ বছরের শুরুতে ব্যাপক সংঘর্ষ হয়েছিলো। এদিকে, গত সপ্তাহে মাদিয়া শহরে ত্রাণ পাঠানো হলেও অব্যাহত সংঘর্ষের কারণে তা বিতরণ করা যায়নি বলে জাতিসংঘ কর্মকর্তা জানান। আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।