Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরটিভি আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী, কলাকুশলীদেরকে সম্মাননা জানাতে আরটিভি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। সেই সংকল্প নিয়েই আরটিভি পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে  ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’। এবার আজীবন সম্মাননা দেয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে। এ উপলক্ষে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’ অনুষ্ঠিত হবে। যা সরাসরি সম্প্রচারিত হবে আরটিভিতে। আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত সকল নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী-কে ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’প্রদান করা হবে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ইউনিলিভার বাংলাদেশ মিডিয়া লি:-এর সহকারী ব্যবস্থাপক এহসানুর রহমান, এশিয়াটিক মাইন্ডশেয়ার এর এসোসিয়েট ডিরেক্টর জাহাঙ্গীর কবির, জিসকা ফার্মাসিউটিক্যালস লি:- এর হেড অব মাকেটিং এন্ড সেলস ডা: সাঈদ আহমেদ, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব ও আরটিভি হেড অব মাকেটিং সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরটিভি আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ