Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়া উপক‚লে আবারও নৌকাডুবি, দুই শতাধিক প্রাণহানির আশংকা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভ‚মধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবির মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে এবং প্রতিনিয়তই বাড়ছে জীবনহানির সংখ্যা। লিবিয়া উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকাডুবিতে দুইশরও বেশি মানুষের প্রাণহানির আশংকা করা হচ্ছে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ রয়েছে। স্প্যানিশ সহায়তাকারী সংস্থা প্রোঅ্যাকটিভা ওপেন আর্মস-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ইতালির কোস্ট গার্ডের এক মুখপাত্রও ৫টি লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে। তবে প্রোঅ্যাকটিভা যে সংখ্যক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে তা ইতালির কোস্ট গার্ড নিশ্চিত করতে পারেনি। প্রোঅ্যাকটিভা বলছে, লিবিয়া উপকূলে ডুবে যাওয়া দুটি নৌকার প্রত্যেকটিরই শতাধিক মানুষকে ধারণ করার ক্ষমতা রয়েছে। নৌকাগুলো ডুবে যাওয়ার পর এর আশপাশে ভাসমান থাকা পাঁচটি লাশ উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের উদ্ধারে কাজ চলছে। উদ্ধার অভিযানে ইতালির কোস্ট গার্ডও অংশ নিয়েছে।
প্রোঅ্যাকটিভার সদস্য লরা লানুজা জানান, ওই দুই নৌডুবির ঘটনায় অন্তত ২৪০ জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধারকৃত লাশগুলো তরুণ বয়সী বলেও জানান তিনি। প্রোঅ্যাকটিভার ফেসবুক পাতায় এ নৌডুবি নিয়ে লেখা হয়েছে-আমরা সাগর থেকে ৫টি লাশ উদ্ধার করেছি। কিন্তু কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এদিকে ইতালির কোস্ট গার্ডের এক মুখপাত্র বলেন, তারা নৌকাগুলো থেকে কোনও বিপদ সংকেত পাননি। আর তাই এ নৌডুবিতে কতজনের প্রাণহানি হতে পারে সে ব্যাপারে তাদের ধারণা নেই। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন দেশে সংঘর্ষ-সংঘাত অব্যাহত থাকার কারণে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢলও আগের মতো বহাল রয়েছে। আর এই লাগামহীন নৌকাযাত্রারই করুণ পরিণতি দেখা যাচ্ছে মানুষের জীবনহানির মতো ঘটনার মধ্যদিয়ে। বিবিসি, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ