Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে দেশের নারীরা শিক্ষিত সে দেশ উন্নতি হবেই বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ধর্মবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৌত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, মার্চ মাস বাঙালী জাতীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদারবাহিনী গণহত্যা চালিয়েছে। এর অনুভুতিতে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে সংসদে গণহত্যা দিবস পালন আইন পাস হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের জন্য যা কিছু দরকার তা তিনি করেছেন এবং ভবিষ্যতে তিনি আরও করবেন। নারীদের শিক্ষার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। নারী সমাজ স্কুল, কলেজ, মাদরাসা ও উচ্চতর শিক্ষা সুযোগের ফলে নারীরা এগিয়ে যাচ্ছে। শিক্ষার জন্য, কাজের জন্য নারীরা যে পথ অতিক্রম করেছে তা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। যে দেশে নারীরা শিক্ষিত সে দেশ উন্নতি হবেই। নারী শিক্ষার জন্য সরকার সফলতা অর্জন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রগতির ফলে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ বজলুল হক হারুন এমপি এ কথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ও রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বজলুল হক হারুন এর সহধর্মিনী, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এ এইচ এম খাইরুল আলম সরফরাজ প্রমুখ।



 

Show all comments
  • Makbul ২৪ মার্চ, ২০১৭, ৯:৫২ এএম says : 0
    হ্যাঁ ঠিক আছে উন্নতি হবে । কিন্তু যে শিক্ষা নারীরা পাচ্ছে তাতে বিবাহ বিচ্ছেদ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং পাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ