Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের ইন-ফ্লাইট সার্ভিসে নতুন মাত্রা

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সেবার মান উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে আগামী গ্রীষ্মকালীন শিডিউলে অর্থাৎ ২৬ মার্চ ২০১৭ হতে নন-স্টপ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সম্মানিত বিজনেস ক্লাস যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এর ডালি নতুন করে সাজিয়েছে।এছাড়া ২৬ মার্চ হতে সকল আন্তর্জাতিক ফ্লাইটসমূহে ডায়েবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য কিডস্ ফুডের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যাত্রীদেরকে টিকিট বুকিংএর সময়ই তা জানাতে হবে। গতকাল বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) -এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এম. মোসাদ্দিক আহমেদ এ কর্মসূচি উদ্বোধন করেন। এখন থেকে বিমান, প্রতি ৩ মাস অন্তর অন্তর আন্তর্জাতিক সকল সেক্টরে সকল ফ্লাইটে যাত্রীদের পছন্দ ও সেবা দানের অভিনবত্ব এর বিষয়টি গুরুত্ব দিয়ে খাবার মেন্যু ও মিউজিক, মুভি, ভিডিও গেমস্ এর মত বিনোদনের বিষয়গুলো নতুন করে সাজাবে। বর্তমানে বিএফসিসি হতে বিমানসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক, টার্কিস এয়ারলাইন্স ও ড্রাগন এয়ার খাবার সরবরাহ নিচ্ছে। এছাড়া বিএফসিসি হতে আরও ১৪ টি বিদেশি এয়ারলাইন্স ক্যাজুয়াল মিলসহ কেবিন ড্রেসিংএর সুবিধা নিচ্ছে। বিএফসিসি প্রতিদিন ৮,৫০০ মিল তৈরি করে থাকে। হজ্জ্বের সময় প্রতিদিন এ মিলের সংখ্যা দাড়ায় ১২০০০ এ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও উপ-মহাব্যবস্থাপক বিএফসিসি জামাল উদ্দিন তালুকদার।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ