পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সেবার মান উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে আগামী গ্রীষ্মকালীন শিডিউলে অর্থাৎ ২৬ মার্চ ২০১৭ হতে নন-স্টপ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সম্মানিত বিজনেস ক্লাস যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এর ডালি নতুন করে সাজিয়েছে।এছাড়া ২৬ মার্চ হতে সকল আন্তর্জাতিক ফ্লাইটসমূহে ডায়েবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য কিডস্ ফুডের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যাত্রীদেরকে টিকিট বুকিংএর সময়ই তা জানাতে হবে। গতকাল বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) -এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এম. মোসাদ্দিক আহমেদ এ কর্মসূচি উদ্বোধন করেন। এখন থেকে বিমান, প্রতি ৩ মাস অন্তর অন্তর আন্তর্জাতিক সকল সেক্টরে সকল ফ্লাইটে যাত্রীদের পছন্দ ও সেবা দানের অভিনবত্ব এর বিষয়টি গুরুত্ব দিয়ে খাবার মেন্যু ও মিউজিক, মুভি, ভিডিও গেমস্ এর মত বিনোদনের বিষয়গুলো নতুন করে সাজাবে। বর্তমানে বিএফসিসি হতে বিমানসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক, টার্কিস এয়ারলাইন্স ও ড্রাগন এয়ার খাবার সরবরাহ নিচ্ছে। এছাড়া বিএফসিসি হতে আরও ১৪ টি বিদেশি এয়ারলাইন্স ক্যাজুয়াল মিলসহ কেবিন ড্রেসিংএর সুবিধা নিচ্ছে। বিএফসিসি প্রতিদিন ৮,৫০০ মিল তৈরি করে থাকে। হজ্জ্বের সময় প্রতিদিন এ মিলের সংখ্যা দাড়ায় ১২০০০ এ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও উপ-মহাব্যবস্থাপক বিএফসিসি জামাল উদ্দিন তালুকদার।- প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।