মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় নগরী মাইদুগুরি নগরীর একটি শরণার্থী শিবিরে একাধিক আত্মঘাতি বোমা হামলা চালায়। তাতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গত বুধবার ভোরে ৫ জন যুবক ওই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। জঙ্গি সংগঠন বোকো হারামের ভয়ে শরণার্থীরা বাড়িঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। মুনা শিবিরের সমন্বয়ক তিজ্জানি লুমানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শরণার্থী শিবিরের ভেতরে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলাকারীরা স্থানীয় সময় ভোট সাড়ে চারটার দিকে বিভিন্ন স্থানে হামলা চালায়। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অনেক তাঁবু পুড়ে গেছে। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধানের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। তিনি তার কাছ থেকে দেশের সর্বশেষ নিরাপত্তার খবরাখবর নেন। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। এএফপি ও আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।