মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রাকা থেকে ৪০ কিলোমিটার দূরে তাবাকাতে বিমান থেকে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফের সদস্যদের নামানো হয়েছে। ফোরাত বাঁধ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের জন্য বিমান সমর্থন যোগানের কথা বলেছে পেন্টাগন। পেন্টাগনের এক বিবৃতির বরাতে জানিয়েছে পার্স টুডে। মার্কিন বাহিনী দাবি করেছে, সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি দখলের প্রস্তুতি হিসেবে সেনা নামানো হয়েছে। কিন্তু রাকায় সিরিয় সরকারি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দামেস্ক সরকারবিরোধী এবং প্রধানত কুর্দিদের নিয়ে গঠিত এসডিএফ বলেছে, তাদের সদস্যদের সঙ্গে মার্কিন সেনাদেরও বিমান থেকে নামানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার নামানো হয় এসব সেনা। রাকার পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে সিরিয় সরকারি বাহিনী অগ্রাভিযান ঠেকানোকে এ অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে নেয়া হয়েছে ধারণা করা হচ্ছে। সিরিয়া বর্তমানে প্রায় ৫০০ মার্কিন কমান্ডো রয়েছে। পেন্টাগনের দাবি অনুযায়ী কুর্দি বাহিনীকে দায়েশ বিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ তৎপরতায় জড়িত রয়েছে এসব সেনা। পার্স টুডে, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।