মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার ওপর বিস্তৃত পরিসরে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে। যার লক্ষ্য হবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার নানা পদক্ষেপ খতিয়ে দেখার আওতায় এ পদক্ষপটি ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর বহুমুখী প্রচেষ্টার অংশ হিসাবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিশেষ করে উত্তর কোরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসায়িক লেনদেনে জড়িত চীনা ব্যাংক এবং ফার্মগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগবাড়িয়ে সামরিক হামলা চালানোর বিকল্পটি এখনো হাতে রাখেনি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে এশিয়া সফরের সময় এমন হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। রয়টার্স।
ব্রিটিশ পার্লামেন্টের হামলা ট্রাম্পের কাছে বড় খবর : হোয়াইট হাউস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।