মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণ করতে যাচ্ছেন তাতে কাজ করার ব্যাপারে স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে মেক্সিকো। মেক্সিকোর অর্থমন্ত্রী নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে বলেন, আপনারা চাইলে এই সীমান্ত প্রাচীর বানাতে পারেন। এতে আমরা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছি না। তবে আমার বিশ্বাস, আপনারদের প্রতিষ্ঠানের খ্যাতি এবং সম্মানের কথা বিবেচনা করে নিজেদের স্বার্থে অবশ্যই এই সীমান্ত প্রাচীর বানাতে এগিয়ে আসবেন না। তিনি আরো বলেন, যদিও আমরা কোনো আইনি নিষেধাজ্ঞা আরোপ করছি না, তবুও বলে রাখি, মেক্সিকো এবং মেক্সিকান ভোক্তারা দেশের প্রতি অনুগত নয় এমন প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করবে তা তারা ভালো করেই জানে। যদিও লাভের কথা চিন্তা করে কিছু মেক্সিকান প্রতিষ্ঠান এই সীমান্ত প্রাচীর নির্মাণে রাজি হয়েছে, অধিকাংশ মেক্সিকান নাগরিকই এই প্রস্তাবের বিপক্ষে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারক সিমেক্স জানায়, তারা সীমান্ত প্রাচীরের জন্যে সিমেন্ট এবং কাঁচামাল দেবে। দ্য ইন্ডিপেনডেন্ট।
ক্যালিফোর্নিয়ার তিন ডেমোক্রেটিক আইনপ্রণেতার সতর্কতা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।