Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অংশ নিলে শাস্তির হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইন প্রস্তাবনার মাধ্যমে এ পরিকল্পনায় অংশগ্রহণের ব্যাপারে মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার তিনজন ডেমোক্রেটিক আইনপ্রণেতা। প্রস্তাবিত আইন অনুযায়ী, দেয়াল নির্মাণে শামিল হলে শাস্তি দেয়া হবে মার্কিন কোম্পানিগুলোকে। প্রস্তাবিত আইনে ক্যালিফোর্নিয়ার দুটি সরকারি পেনশন ফান্ডকে বিতর্কিত এ দেয়াল নির্মাণে অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে সহায়তা না করার আহ্বান জানানো হয়। আইনপ্রণেতাদের একজন ফিল টিং বলেন, ক্যালিফোর্নিয়া দেয়াল নয়, সেতু নির্মাণ করে থাকে। লজ্জাজনক এ দেয়াল নির্মাণের সঙ্গে কোনোভাবেই জড়িত থাকতে চায় না অঙ্গরাজ্যটি। টিং জানান, অভিবাসীদের গল্প নিয়ে এ অঞ্চলের ইতিহাস গড়ে উঠেছে, তাই অভিবাসন ঠেকাতে নির্মিতব্য এ দেয়াল মার্কিন মুলুকের দুঃস্বপ্নের নামান্তর। গত সপ্তাহে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের আওতাধীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্সি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রায় দুই হাজার মাইল দীর্ঘ দেয়াল নির্মাণের দরপত্র আহ্বান করে। দরপত্র আহ্বানের পর অ্যাসেম্বলি বিল ৯৪৬ পেশ করেন ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা। প্রস্তাবিত আইনটি পাস হলে দেয়াল নির্মাণে অংশগ্রহণকারী কোম্পানিগুলোকে এক বছরের মধ্যে পেনশন ফান্ড দুটির অর্থ ফেরত দিতে হবে। প্রসঙ্গত, বিভিন্ন কোম্পানিতে ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়ি রিটায়ারমেন্ট সিস্টেম ৩১ হাজার ২০ কোটি ডলার ও ক্যালিফোর্নিয়া টিচার্স রিটায়ারমেন্ট সিস্টেম ২০ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। প্রস্তাবের সহপ্রণেতা লোরেনা গনজালেজ ফ্লেচার জানান, বিনিয়োগকৃত খাতগুলোয় রাষ্ট্রের মূল্যবোধ প্রতিফলিত হওয়া উচিত। তিনি বলেন, স্পষ্টতই ক্যালিফোর্নিয়ার মানুষ এমন কোনো প্রকল্পে অর্থায়ন করতে চায় না, যা সমাজে ঘৃণা ছড়িয়ে দেয়। ট্রাম্পের এ দেয়াল ঘৃণ্য মূল্যবোধের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন তিনি। ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রজুড়ে একই ধরনের বেশকিছু প্রস্তাবনা উত্থাপিত হচ্ছে। মঙ্গলবার এ ধরনের একটি প্রস্তাবনা পেশ করেন সান ফ্রান্সিসকোর স্থানীয় একজন কর্মকর্তা।  এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ