মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে চীনাদের ওপর জারি করা মুদ্রা নিষেধাজ্ঞা তুলে নিতে শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত মঙ্গলবার (২১ মার্চ) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। গত মঙ্গলবার এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়, চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। এসময় তিনি বলেন, ‘ইসরাইলের বিষয়টি বিশেষ। কারণ প্রযুক্তি ক্ষেত্রে ইসরাইলের গুরুত্ব থাকলেও বাজার বা মুদ্রার পরিমাণের দিক থেকে এর কোনো আলাদা গুরুত্ব নেই।’ এ কারণেই চীন থেকে অন্য দেশে মুদ্রা নিয়ে যাওয়ার বাধ্যবাধকতায় ইসরাইলকে ছাড় দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শি জিনপিং এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলেও জানান নেতানিয়াহু। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।