মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলায় শতাধিক নিহতের স্বজনরা মামলা করেছেন। ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে সউদি আরবের বিরুদ্ধে মার্কিন আদালতে তারা মামলা করেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের কোনো হামলার ঘটনায় সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন হামলার শিকার ব্যক্তি- গত বছর এ-সংক্রান্ত একটি আইন পাস করে মার্কিন কংগ্রেস। টুইন টাওয়ার হামলায় নিহতের পরিবার এ আইনের সুবিধা গ্রহণ করেছেন। মামলাটি আল কায়েদার হামলার জন্য সউদি আরবকে দায়ী করার সর্বশেষ প্রচেষ্টা। নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় অন্তত ৩ হাজার মানুষ প্রাণ হারান। দীর্ঘদিন থেকে সউদি আরবকে সেপ্টেম্বর ১১ হামলায় অভিযোগ দায়েরের আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে মার্কিন জেলা বিচারক জর্জ ড্যানিয়েলস সউদি আরবের বিরুদ্ধে হামলার শিকার পরিবারগুলোর একটি মামলা খারিজ করে দেন। সে সময় তিনি জানান, কোনো সার্বভৌম দেশের বিরুদ্ধে বিচারের এখতিয়ার তার নেই। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।