Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর উদ্ধার হলো সেই ফেরিটি

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৪ সালের ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে একটি শোকের দিন। এদিন রাজধানী সিউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিন্দো দ্বীপের কাছাকাছি ফেরি ডুবে মারা যান অন্তত ৩০৪ জন। নিহতদের বেশির ভাগই ছিল স্কুল শিক্ষার্থী। এ দুর্ঘটনাকে দেশটির ইতিহাসে অন্যতম বড় ট্র্যাজেডি বিবেচনা করা হয়। দুর্ঘটনার পরে ফেরিটি সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারে অভিযানে নামে সিউল সরকার। প্রায় ৩ বছরের কষ্টকর অভিযান শেষে অবশেষে উদ্ধার কাজ শেষ হয়েছে। ভেসে উঠেছে ডুবে যাওয়া ফেরির একটি পাতাটন। আশা করা হচ্ছে আগামী ২ সপ্তাহের মধ্যে উদ্ধারকাজ পুরোপুরি শেষ করে ফেরিটি স্থানীয় বন্দরে নিয়ে আসা সম্ভব হবে। সে সময় বেশ কয়েকজনের লাশ ফেরিতে আটকা পড়ে আছে বলে মনে করা হয়। তাই নিহত ও নিখোঁজদের স্বজনের পক্ষ থেকে ফেরিটি উদ্ধারে সরকারকে চাপ দেয়া হয়। চাপের মুখে ফেরিটি উদ্ধারে অভিযানে নামে দেশটির সরকার। বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ