নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ইন্টারন্যাশনাল রোয়িং ফেডারেশনের (ফিসা) ডেভেলপমেন্ট কনসালটেন্ট কিন লী এখন ঢাকায়। বাংলাদেশ রোয়িংয়ের উন্নয়নে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন তিনি। দু’দিনের সফরে ঢাকায় এসে গতকাল লী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে দেখা করেন। রোইংয়ের উন্নতির জন্য বিশেষ করে হাতিরঝিল লেক ব্যবহার এবং স্থায়ী বোট হাউজ নির্মাণের জন্য বিওএ মহাসচিবকে প্রস্তাব করেন তিনি। সৈয়দ শাহেদ রেজা লী’কে জানান, ইতোমধ্যে বিওএ’র সভায় সভাপতির উপস্থিতিতে হাতিরঝিল লেক ব্যবহার এবং স্থায়ী বোট হাউজ নির্মাণের ব্যাপারে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে অগ্রগতি চলছে। প্রয়োজনে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করবেন বলে জানান শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম ও বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আজ তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সাক্ষৎ করবেন এবং রাতে কিন লী চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।