নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নেপালে এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত বিভাগে শীর্ষে রয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ। কাঠমাÐুতে গেলপরশু উন্মুক্ত বিভাগের তৃতীয় রাউন্ডে রাজীব স্বদেশী মাহফুজুর রহমানকে, পরাগ নেপালের ফুয়েল আশিষকে ও ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল নেপালের রাজেন্দ্র কুমারকে হারান। জিয়া রাকিবের সাথে, নিয়াজ নেপালের বান্দারি কসিটজেসর সাথে ও তৈয়বুর রহমান নেপালের হামাল মনীষের সাথে ড্র করেন। রাউন্ড শেষে ২.৫ করে পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়া, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। টাইব্রেকিংয়ে শীর্ষে জিয়া, রাজীব দ্বিতীয়, রাকিব তৃতীয় ও মেহেদী চতুর্থ স্থানে আছেন।
মহিলা বিভাগে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা রানীর পয়েন্ট ৩। মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, সামিহা শারমীন সিম্মী ও শ্রীলংকার সাউমি জায়নাব ২ করে পয়েন্ট নিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডে রানী গত দুইবারের জোনাল চ্যাম্পিয়ন লিজাকে হারান। ইভা সিম্মীকে, শিরিন নেপালের সাবিনা শ্রেষ্ঠাকে ও জায়নাব নেপালের কুশি মাতিনাকে হারান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।