Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইস্পাহানী বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স স্কোয়াশ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রাম ক্লাব লিমিটেড সুইমিং পুলে শুরু হচ্ছে ইস্পাহানী বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, গুলশান ক্লাব লিঃ, ঢাকা অফিসার্স ক্লাব, অনন্ত গ্রæপ, এলিট পেইন্ট গ্রæপ অব কোম্পানিজ, ঢাকা ক্লাব লিঃ ও চট্টগ্রাম ক্লাব লিঃ- এই ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি বিজয়ী ৫০ হাজার, রানারআপ ৩০ হাজার ও দুই সেমিফাইনালিস্ট ২০ হাজার টাকা পুরস্কার পাবে। স্পন্সর প্রতিষ্ঠান এম এম ইস্পাহানী লিঃ দিচ্ছে ৬ লক্ষ টাকা। চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সুইমিং পুলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ইস্পাহানী গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী। এতে বিশেষ অতিথি থাকবেন পরিচালক সাকের ইস্পাহানী। ৩০ মার্চ টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খান এমপি। গতকাল সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন স্কোয়াশ মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন (সোহাগ)। এসময় চট্টগ্রাম লিমিটেডের মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, স্কোয়াশ রেকেট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর হামিদ সোহেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ