Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফসোস করছেন মাশরাফি

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ৩৫৫’র চ্যালেঞ্জটা নিয়েছিলেন মাশরাফি। কলোম্বো ক্রিকেট ক্লাব মাঠে নিজে খেলেছেন ঝড়ো ইনিংস, ২৮ বলে ৪ চার ৪ ছক্কায় ফিফটি পূর্ন করে দূরহ চ্যালেঞ্জ পাড়ি দেয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এই টেল এন্ডার। মাহামুদুল্লাহ’কে নিয়ে অসাধ্য সাধনের চেস্টা করেছেন মাশরাফি। শেষ ৬৭ বলে ১১৬ রানের চ্যালেঞ্জ পাড়ি দিতে ৮ম উইকেট জুটিতে  এই দুই সিনিয়রের অবদান ৫৮ বলে ১০১ রান। ৪৭ এবং ৪৮তম ওভারে নামতা গুনে ১৫ রান করে নিয়ে জয়ের খুব কাছে দলকে পৌছে দিয়েছিল এই জুটি। তবে ৪৯ তম ওভারে ছক্কার শট নিতে যেয়ে ৫৮ রানে মাশরাফি  থেমে যাওয়ায় (৩৫ বলে ৫৮)  শেষ ৯ বলে ১৫ রানের টার্গেট পাড়ি দিতে পারেনি বাংলাদেশ দল। নিজে খেলেছেন ঝড়ো ইনিংস, মাহামুদুল্লাহকে করেছেন উদ্বুদ্ধ মাশরাফি। ছন্দে ফিরেছেন মাহামুদুল্লাহ ( ৬৮ বলে ৪ চার ১ ছক্কায় ৭১ নট আউট)। শেষ ১২ বলে ১৭ রানের টার্গেট দূরুহ হয়ে পড়েছে ৪৯তম ওভারের তৃতীয় বলে তিসারার শিকারে মাশরাফি পরিনত হওয়ায়। শেষ ওভারে ১৩ রানের টার্গেট পাড়ি দিতে পারেননি মাহামুদুল্লাহ। হেরে গেছে বাংলাদেশ দল ২ রানে।
তবে অনুশীলন ম্যাচে জয়ের কাছাকাছি এসে হেরে যাওয়ায় আফসোস করছেন মাশরাফি। নিজের উপর হচ্ছে রাগ তার।Ñ‘সাড়ে তিনশ’র বেশি স্কোর চেজ করে জিততে পারলে খুব ভালো হতো। আমরা কাছে গিয়ে এমন কত ম্যাচ হেরেছি।  এই ম্যাচে জয়টা খুব দরকার ছিল। ইনিংসটা ভালো ছিল ঠিক আছে, কিন্তু দলকে তো জেতাতে পারলাম না। ওই সময়ে  রিয়াদকে ( মাহামুদুল্লাহ)  স্ট্রাইক দেয়া উচিৎ ছিল। কারন ওই সময়ে ওরা ¯েøায়ার দিচ্ছিল। রিয়াদ ( মাহামুদুল্লাহ) তো ব্যাটসম্যান, ¯েøায়ার বলে আমার চেয়ে অনেক ভালো মারতে পারতো।’
সাকিব,তামীম থাকলে এই ম্যাচে জিতে যেতো বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস তারÑ‘আমরা আমাদের প্রধান দুই  ব্যাটসম্যানদের ছাড়াই  প্রায় জিতে যাচ্ছিলাম। সাকিব-তামিম থাকলে জিতে যেতাম।  এই ধরনের উইকেটে ব্যাটিং করা সহজ। এমন উইকেট হলে যে কোনো মাঠে তিনশ’ রান চেজ করা সম্ভব।’
অনুশীলন ম্যাচে সেরাদের বাইরে রেখে যে ব্যাটিং শো করেছে বাংলাদেশ দল, তাতেই ওয়ানডে সিরিজের প্রস্তুতিটা ভালভাবে নিতে পেরেছে  দল, এমনটাই মনে করছেন দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করা সাব্বিরÑ‘   ফলাফলে হয়তো লেখা হবে আমরা হেরেছি। তবে আমাদের নৈতিক জয় হয়েছে। কয়েকজন ফ্রন্টলাইন পারফরমার ছাড়া ৩৫৪ রানের চ্যালেঞ্জ যেভাবে নিয়েছি, তা সহজ কথা নয়। আমরা চেয়েছিলাম একটা পরিপূর্ণ প্রস্তুুতি। দিন শেষে সেই প্রস্তুতি কেমন হলো, সেটাই আমাদের কাছে মূখ্য বিষয়।’
বোলিং নিয়ে মোটেও অসন্তুস্ট নন তিনিÑ ‘আমরা জেনে-বুঝেই এই উইকেটে আগে বোলিং করেছি। আমরা বোলিং নিয়ে অসন্তুষ্ট না। এটা সাড়ে তিনশ’রই উইকেট।  ২ রানে হারলেও  আমাদের লক্ষ্য পূরণ হয়েছে।’ মাশরাফির ব্যাটিং ঝড় দেখে মুগ্ধ এই টপ অর্ডারÑ‘ সৌম্য, মোসাদ্দেক, রিয়াদ ভাই এবং নিচে মাশরাফি ভাই দারুণ ব্যাটিং করেছেন। মাশরাফি ভাইয়ের ঝড়ো ব্যাটিংয়ের কারণেই আমরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম।’ বাংলাদেশের শততম টেস্টে যার জায়গায় খেলার সুযোগ পেয়েছেন সেই মাহামুদুল্লাহ’র গতকাল ব্যাটিং দেখে হাততালি দিয়েছেন সাব্বিরÑ‘ রিয়াদ ভাই যে অনেক বড় ব্যাটসম্যান, সেটা দেখিয়ে দিলেন।’
স্কোর কার্ড
বাংলাদেশ-শ্রীলঙ্কা একাদশ
ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, কলম্বো
টস : বাংলাদেশ
শ্রীলঙ্কা একাদশ    রান    বল    ৪    ৬
মুনাবিরা এলবি ব তাসকিন    ২৪    ২১    ৩    ১
কুশল রিটায়ার্ড আউট    ৬৪    ৭৮    ৪    ০
ভিরাক্কোডি ক রুবেল ব সাইফউদ্দিন    ৬৭    ৫৪    ৮    ২
শ্রীবর্ধনে ক নুরুল ব সানজামুল    ৩২    ২৯    ৩    ১
ধনঞ্জয়া রানআউট (আবুল হাসান)    ৫২    ৪৭    ৫    ০
চতুরঙ্গ বোল্ড আবুল হাসান    ২৮    ২৫    ১    ১
পেরেরা ক সানজামুল ব মাশরাফি    ৪১    ৩০    ২    ১
শানাকা অপরাজিত    ২৬    ১২    ২    ১
মধুশঙ্কা অপরাজিত    ১    ৫    ০    ০
অতিরিক্ত (বা ৫, লেবা ৫, ও ৮, নো ১)    ১৯
মোট (৭ উইকেট, ৫০ ওভার)    ৩৫৪
উইকেট পতন : ১-৩৬ (মুনাবিরা), ২-১৫০ (ভিরাক্কোডি), ৩-১৮৮ (কুশল), ৪-২০২ (শ্রীবর্ধনে), ৫-২৫০ (চতুরঙ্গ), ৬-৩১৭ (পেরেরা), ৭-৩২৬ (ধনঞ্জয়া)।
বোলিং : মাশরাফি ৯-০-৬৬-১, তাসকিন ৬-০-৫১-১, শুভাগত ১০-০-৫৯-০, রুবেল ৮-০-৬৭-০, মোসাদ্দেক ২-০-১৩-০, আবুল হাসান ৫-০-৩৫-১, সানজামুল ৬-০-২৭-১, সাইফউদ্দিন ৪-০-২৬-১।
বাংলাদেশ ইনিংস    রান    বল    ৪    ৬
ইমরুল ক ভিরাক্কোডি ব ফার্নান্ডো    ০    ১    ০    ০
সৌম্য ক শানাকা ব শ্রীবর্ধনে    ৪৭    ৪৩    ৫    ২
সাব্বির ক পেরেরা ব চতুরঙ্গ    ৭২    ৬৩    ১১    ১
মুশফিক ক শানাকা ব চতুরঙ্গ    ২০    ২৩    ২    ০
মোসাদ্দেক ক মধুশঙ্ক ব ধনঞ্জয়া    ৫৩    ৫০    ৪    ২
মাহমুদউল্লাহ অপরাজিত    ৭১    ৬৮    ৪    ১
শুভাগত এলবি ব ধনঞ্জয়া    ২    ৬    ০    ০
সানজামুল ক রানসিকা ব ধনঞ্জয়া    ৫    ৮    ০    ০
মাশরাফি পেরেরা ব মধুশঙ্ক    ৫৮    ৩৫    ৪    ৪
সাইফউদ্দিন অপরাজিত    ২    ৩    ০    ০
অতিরিক্ত (বা ১, লেবা ১, ও ২০)    ২২
মোট (৮ উইকেট, ৫০ ওভার)    ৩৫২
উইকেট পতন : ১-০ (ইমরুল), ২-১১৬ (সৌম্য), ৩-১২৪ (সাব্বির), ৪-১৫২ (মুশফিক), ৫-২১৮ (মোসাদ্দেক), ৬-২২৩ (শুভাগত), ৭-২৩৯ (সানজামুল), ৮২৪০ (মাশরাফি)।
বোলিং : ফার্নান্ডো ৬-১-৪৬-১, মধুশঙ্ক ৬-১-৩৯-১, শানাকা ৩-০-২৪-০, পেরেরা ৮-০-৬৮-০, ধনঞ্জয়া ৮-১-৬১-৩, শ্রীবর্ধনে ১০-০-৫৯-১, চতুরঙ্গ ৯-০-৫৩-২।
ফল : বাংলাদেশ ২ রানে পরাজিত।



 

Show all comments
  • Biplob ২৩ মার্চ, ২০১৭, ১১:৪৭ এএম says : 0
    চমৎকার ফাইটিং হয়েছে খেলাটি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ