গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অর্থনৈতিক রিপোর্টার : কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় চলমান অভিযানের নামে সিটি করপোরেশন হয়রানি করছে বলে শিল্পমন্ত্রীর কাছে অভিযোগ করেছে বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
গতকাল শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী সাংবাদিকদের জানান, প্লাস্টিক ব্যবসায়ীদের দাবি, ইদানিংকালে ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের হয়রানি ও কারখানা বন্ধ করা হচ্ছে। বিষাক্ত কেমিক্যাল নিয়ে একটি সিদ্ধান্ত সিটি করপোরেশন নিয়েছে। তাই আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি, যেন তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা যায়। বিপিজিএমইএ’র সভাপতি মো. জসিমউদ্দীনের সভাপতিত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, জসিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, সহ সভাপতি কেএম ইকবাল হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।