Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইল নিয়ে প্রতিবেদন প্রত্যাহার করায় সমালোচিত জাতিসংঘ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর বৈষম্যমূলক শাসন চাপানোর অভিযোগ তুলে প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাহার করে নেয়ার পর জাতিসংঘের কড়া সমালোচনা করেছে লেবাননের হিযবুল্লাহ নেতারা। জাতিসংঘের পশ্চিম এশিয়াবিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের প্রকাশ করা প্রতিবেদনটি ইন্টারনেট থেকে মহাসচিব সরিয়ে নিতে বলার পর গত শুক্রবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে রয়টার্স জানিয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইএসসিডবিøউএর এক্সিকিউটিভ সেক্রেটারি রিমা খালাফ বলেছেন, শক্তিশালী সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এই বিশ্ব সংস্থা ও এর প্রধানের উপর হিং¯্র হামলা ও হুমকির চাপ আসার পর তিনি পদত্যাগ করেছেন। হিযবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শনিবার এক টেলিভিশন বক্তৃতায় বলেন, এই ঘটনা জাতিসংঘের বিষয়ে একটি সত্য আবারো মনে করিয়ে দিল যে, এই সংস্থা দুর্বল এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। তিনি বলেন, জাতিসংঘ কোনো অবস্থান নিতে অক্ষম এবং প্রতিবেদন ঘিরে এই যে বিপর্যয় তা প্রমাণ করে আমাদের ধর্মে মানবিক অধিকার রক্ষায় এই সংস্থার উপর আস্থা রাখা যায় না। ১৮টি আরব রাষ্ট্রভুক্ত ইএসসিডবিøউএ গত বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে বলেছে, প্রথমবারের মতো জাতিসংঘের কোনো অঙ্গসংস্থা স্পষ্টভাষায় এই অভিযোগ আনল যে ইসরাইল একটি বৈষম্যমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণের উপর চেপে বসেছে। সমালোচকদের পক্ষ থেকে প্রায় তোলা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ ইসরাইল এবং ডার স্টারমার নামে একটি প্রতিবেদনের সঙ্গে এর সঙ্গে এর তুলনা করেন, যেটি ছিল মারাত্মক অ্যান্টি-সেমিটিক একটি নাৎসি প্রপাগাÐা। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, এটাতে তারা ক্ষুব্ধ হয়েছে এবং এই প্রতিবেদন সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্বি হেলি বলেছেন, খালাফের পদত্যাগ যথাযথ। আর ইসরাইলের রাষ্ট্রদূত বলেছে, এটা অনেক আগেই করা উচিত ছিল। ইএসসিডবিøউএর প্রতিবেদনের পক্ষে অবস্থান ব্যক্ত করে লেখা পদত্যাগপত্রে খালাফ বলেন, শুধু অপরাধীদের পক্ষেই এটা স্বাভাবিক যে তাদের দ্বারা ক্ষতিগ্রস্তদের যারা সমর্থন করে তাদের ওপর তারা চাপ দেবে এবং হামলা চালাবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ