মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়া দাবি করেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রচেষ্টা এবার ব্যর্থ হয়েছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তা জানা যায়নি। তা ছাড়া ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রচেষ্টা ছিল তাদের, তাও পরিষ্কার নয়। বিবিসি অনলাইনের এক খবরে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছিল, যেটি নিক্ষেপের কয়েক সেকেন্ড পরেই ধ্বংস হয়। কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে তারা পরমাণু ক্ষেপণাস্ত্রের হামলায় অগ্রগতি অর্জন করছে। এ মাসের শুরুতে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এগুলোর মধ্যে তিনটি ১ হাজার কিলোমিটার অতিক্রম করে জাপান সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এ নিয়ে গভীর উদ্বেগ জানায় জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সবশেষ গতকাল বুধবারের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় উপক‚লীয় শহর ওনসান থেকে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।