মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে সরকারের মন্ত্রী-আমলাদের দৌরাত্ম্যের মধ্যে কিছুটা ব্যতিক্রমী ও সততার নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলে ভুল করেছিলেন মন্ত্রী ট্রয় গ্রান্ট। মন্ত্রীর দাবি, তখন বুঝতে পারেননি তিনি আইন ভাঙছেন। পরে বিষয়টি বোঝার পর নিজেই পুলিশের কাছে ফোন করে জরিমানা দেয়ার প্রস্তাব দেন এবং ২৫০ ডলার জরিমানা পরিশোধও করেন। এ বিষয়ে ট্রয় গ্রান্ট বলেন, এটি সবাইকে আবারো মনে করিয়ে দেয়ার মতো বিরাট ঘটনাÑ আইনের ঊর্ধ্বে কেউ নন, তিনি যদি পুলিশ মন্ত্রীও হয়ে থাকেন। গত মঙ্গলবার ট্রয় গ্রান্ট বলেন, বুঝতে পারিনি, আমি যা করছি, তা আইনের বিরুদ্ধে যাচ্ছে, এটি আমার জন্য বড় শিক্ষা এবং আমি আশা করি, এ ঘটনা থেকে লোকজনও শিক্ষা নিতে পারবে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।