বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা চাওয়ায় ভাত রান্না করার গরম পানি ঢেলে গৃহবধূ শাহিনুর আক্তার (৩০)-এর শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার) সকালে পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুর্যা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই নারী দিনাজপুর জেলার হরিপুর কামারপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। গৃহবধূর স্বামী রুবেল জানায়, তার স্ত্রীকে নিয়ে কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুর্যা ফকিরের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। অনুমান দেড় মাস আগে পাশের কক্ষের ভাড়াটিয়া আতিকুর রুবেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। মঙ্গলবার সকালে রুবেলের স্ত্রী শাহিনুর আতিকুরের কক্ষে গিয়ে পাওনা টাকা ফেরত চায়। এ সময় আতিকুর ও তার স্ত্রী শাহিনুরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাহিনুরকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে ক্ষিপ্ত আতিকুর ভাত রান্নার ফুটন্ত পানি শাহিনুরের শরীরের নিক্ষেপ করে। এতে শাহিনুরের শরীরের বাম পার্শ্ব ঝলসে যায়। শ্রীপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সালমা আক্তার জানান, শাহিনুরের শরীরের বাম পাশের অনেকাংশই ঝলসে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।