Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশাল পৌরসভা বাজারের রাস্তা দোকানিদের দখলে

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র সরকার (চকবাজার) এলাকার রাস্তার দু’পাশে দোকানের মালামাল বসিয়ে রাস্তা দখল করে রাখে স্থানীয় দোকানিরা। এতে করে রাস্তায় এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে দেখা দেয় তীব্র যানজট। যানবাহন ও জনসাধারণের চলাচলে পড়তে হয় চড়ম দুর্ভোগে। জানা গেছে, এই যানজটের ভোগান্তির শিকার অত্র পৌরসভার মেয়র নিজেও। মাসখানেক আগে এক সন্ধ্যায় মেয়র এই রাস্তায় আসার সময় মাত্র ৫০ গজ রাস্তা পার হতে সময় লাগে আধা ঘন্টারও উপরে। তাৎক্ষণিক শাহীন মন্ডল নামে স্থানীয় একজন মৌখিকভাবে রাস্তা দখলের অভিযোগ করলে মেয়র যানজটে বসা অবস্থায় এর ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। পৌরসভার সুন্দর, পরিচ্ছন্ন, ব্যয়বহুল ও সুপ্রশস্ত রাস্তাটি এভাবে মালামাল রেখে ও দোকান বসিয়ে দখল করে রাখায় নাগরিক সুবিধার সুফল করতে পারছেন না সর্বজন। সচেতনমহল দাবি করেন সর্বজনের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের কাছে পৌরসভা বাজারের রাস্তার দু’পাশে দোকানিরা মালামাল রেখে যানজট সৃষ্টি করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে দ্রুত অবসান করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ