Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুকুট ফিরে পেলেন সাকিব

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টেস্টে সেরা অল রাউন্ডারের লড়াইটা অশ্বিনের সঙ্গে ভালোই চলছে সাকিবের। টেস্টের সেরা অল রাউন্ডারের মুকুট হারিয়েছিলেন সাকিব ভারতের অশ্বিনের কাছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ে  অশ্বিন টেস্ট রেটিং পয়েন্টে (৪৯৩) এতোটাই উপরে উঠেছিলেন যে, নিউজিল্যান্ড সফরে ক্রাইশ্চার্চে ডাবল সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে (৪৪৩) পেয়েও অশ্বিনের পেছনে ছিলেন সাকিব। তবে পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে সেঞ্চুরি এবং ৬ উইকেটে (২ ইনিংস মিলে) টেস্ট অল রাউন্ডারের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে ভারতের অশ্বিনের সর্বশেষ রেটিং যেখানে ৪০৮, সেখানে দুর্দান্ত অল রাউন্ড পারফরমেন্সে সাকিবের  সর্বশেষ রেটিং পয়েন্ট ৪৩১। এক সঙ্গে তিন ফরমেটের ক্রিকেটে সেরা অল রাউন্ডারের মুকুট লম্বা সময় মাথায় ছিল তার। সম্প্রতি টেস্ট অল রাউন্ডারের মুকুট হারিয়ে আবারো তা পুনরুদ্ধারে নতুন উচ্চতায় উঠে এলেন সাকিব। ওয়ানডে,টি-২০ এবং টেস্ট তিন ফরমেটের ক্রিকেটে এক সঙ্গে সেরা অল রাউন্ডারের মুকুট মাথায় উঠল আবারো সাকিবের।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে সিরিজ সেরা সাকিবের পারফরমেন্সে ব্যাটিং এবং বোলিং র‌্যাঙ্কিংয়েও সাকিবের অবস্থানের উন্নতি ঘটিয়েছে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উপরে উঠে সাকিবের অবস্থান এখন ২১তম। টেস্টে ক্যারিয়ার সেরা ৬৭৬ রেটিং পয়েন্টে অবস্থান করছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেখানে ১ ধাপ উন্নতি হয়ে ১৭তম অবস্থানে এখন সাকিব (৬৩৮ পয়েন্ট)।
শ্রীলঙ্কা সফরে টেস্ট পারফরমেন্সে ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট এখন ৬৫৪। একধাপ এগিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন মুশফিক। তার রেটিং পয়েন্ট এখন ৬৪৪। বাংলাদেশের শততম টেস্টে দুর্দান্ত এক স্পেলে (৭-১-২৪-৩) শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেয়া বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টেস্টে বোলারদের র‌্যাকিংয়ে ২০ ধাপ লাফিয়ে এখন অবস্থান করছেন ৪৭ নম্বরে। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৩৬০) পেয়েছেন তিনি।
টেস্ট এ ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন যথারীতি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্যারিয়ার সেরা রেটিং (৯৪১) পয়েন্ট পেয়েছেন তিনি। রাঁচি টেস্টে ডাবল সেঞ্চুরিতে ভারতের টপ অর্ডার চেতশ্বর পুজারা ৪ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ( ৮৬১)অর্জন করেছেন তিনি  বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবস্থান নড়চড় হয়নি, ভারতের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ক্যারিয়ার সেরাপ ৮৯৯ পয়েন্ট নিয়ে আছেন র‌্যাকিংয়ে সেরা অবস্থানে। তার পেছনে আছেন অশ্বিন (৮৬২)। এক ধাপ নীচে নেমে ৩ নম্বরে অবস্থান করছেন এখন শ্রীলঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথ (৮৫৪)।



 

Show all comments
  • Hakim ২২ মার্চ, ২০১৭, ১:৩৩ এএম says : 0
    He is the best player of the world
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ