মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের বিখ্যাত আল নুরি মসজিদ থেকে মসুলের মূল কেন্দ্রে প্রবেশ করতে লাগে পনের মিনিট। এইরকমই গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গিয়েছে ইরাকি-কুর্দিস সেনা জোট। ইরাকি সেনা কপ্টারের লাগাতার আক্রমণে মসজিদ থেকে সরে গিয়েছে ইসলামিক স্টেট জিহাদিরা। গুলির লড়াই আরো তীব্র হয়েছে। আল নুরি মসজিদ সমগ্র মধ্য ও পশ্চিম এশিয়ার অন্যতম পুরনো ধর্মীয় উপাসনালয়। এটি ১১৭২ সালে তৈরি করা হয়েছিল। বিভিন্ন সময় সেটি সংস্কার হয়েছে। ২০১৪ সালে এই মসজিদ প্রাঙ্গণ থেকেই বাগদাদি নিজেকে ইসলামিক স্টেট ধর্মীয় রাষ্ট্রপ্রধান (খলিফা) হিসেবে ঘোষণা করে। সেই অর্থে এই স্থানটিকে ‘খলিফা’ বাগদাদির সিংহাসন বলে মনে করা হয়। আল জাজিরার খবর, মসুলের পুরাতন অংশে প্রাচীন আল নুরি মসজিদ দখল করলেই সা¤প্রতিক সময়ে সবথেকে বড় সাফল্যের মুখ দেখবে সেনাবাহিনী। এরকমই মনে করা হচ্ছে। মার্কিন কপ্টার থেকেও লাগাতার আক্রমণ জারি রয়েছে। এতেই মৃত্যু হচ্ছে ভিনদেশী আইএস জিহাদিদের। এদের মধ্যে রয়েছে, রাশিয়ান, ব্রিটিশ, সিরিয়ান ও মরক্কোসহ বিভিন্ন দেশ থেকে আসা জিহাদিরা। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।