Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে স্মার্টফোন ছাড়া অন্য কোনো ডিভাইস বহন করা যাবে না

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে বড় আকারের ইলেকট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিরাপত্তাজানিত কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৮টি মুসলিম দেশের যাত্রীদের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আওতায় এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীরা লাগেজে ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট, ক্যামেরাসহ বড় আকারের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করতে পারবেন না। তবে স্মার্টফোন বহন করা যাবে। মূলত নিরাপত্তাজনিত ভাবনা থেকে এ নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। শিগগিরই এ বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়ছে জর্ডান, মিসর, তুরস্ক, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ও সোমালিয়াসহ ৮টি মুসলিম প্রধান দেশ। এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে নিয়মিত যাত্রী পরিবহন করে এমিরেটস, ইতিহাদ, জর্ডান এয়ার, সাউদিয়া, টার্কিশ এয়ারলাইনসহ ৯টি কোম্পানি। প্রসঙ্গত, গত ফেব্রæয়ারিতে সোমলিয়ার রাজধানী মোগাদিসু থেকে যাত্রা করা দুবাইভিত্তিক বাণিজ্যিক বিমান কোম্পানি ডাল্লোর একটি উড়োজাহাজে ল্যাপটপ বোমা শনাক্ত করা হয়। উড্ডয়নের পরপরই বোমাটি বিস্ফোরিত হলে উড়োজাহাজটির সামান্য ক্ষতি হয়। পাইলট নিরাপদে উড়োজাহাজটির জরুরি অবতরণ করাতে সক্ষম হন। মধ্য আকাশে বোমাটি বিস্ফোরিত হলে ওই উড়োজাহাজের বড় আকারের ক্ষতির আশঙ্কা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। আল কায়েদা সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ ঘটনার দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে হামলার হুমকি দেয় জঙ্গি গোষ্ঠীটি। এর পরিপ্রেক্ষিতেই এ অঞ্চল থেকে মার্কিন মুলুক অভিমুখে যাত্রা করা ফ্লাইটে ইলেকট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধ করা হচ্ছে। বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ