মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, আন্তর্জাতিক আদালতও আমাকে থামাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইইসিসি), অভিশংসন যদি আমার নিয়তি হয়ে থাকে, তবে আমি তা মেনে নেব। এসব কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। মিয়ানমার সফরের প্রাক্কালে তিনি এসব কথা বলেন। খবরে বলা হয়, দেশব্যাপী চলমান দুর্নীতি ও মাদকবিরোধী যুদ্ধের জেরে চরম আকারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে। দেশে-বিদেশে চলছে বাদ-প্রতিবাদ। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে চান বিরোধীরা। এরই পরিপ্রেক্ষিতে দুতার্তে উপর্যুক্ত মন্তব্য করে আরো বলেন, আন্তর্জাতিক আদালতও আমাকে থামাতে পারবে না। সম্প্রতি মিয়ানমার সফরের পূর্বে সাংবাদিকদের দুতার্তে বলেন, আমি কোনো কিছুতেই ভীত নই এবং আমি এত সহজেই থামছি না। দুর্নীতি, অপরাধ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান চলবে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরো নিষ্ঠুর হবে বলেও তিনি মন্তব্য করেন। চলমান মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে যাওয়ার পরেই এমন মন্তব্য করলেন তিনি। প্রসঙ্গত, গত বছর জুনে ক্ষমতা গ্রহণের পর থেকেই মাদকবিরোধী অভিযানের নামে অবাধে হত্যাযজ্ঞ চালিয়ে আসছেন দুতার্তে। আল-জাজিরা, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।