মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অবতরণের সময় প্রতিক‚ল আবহাওয়ার মুখে রানওয়েতেই বিধ্বস্ত হয় বিমানটি। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমানটিতে। শুরুতে মনে করা হয়েছিল ৪৩ জন আরোহীর সবাই মারা গেছেন। কিন্তু অলৌকিকভাবে তারা সবাই বিধ্বস্ত বিমান থেকে একে একে বেরিয়ে আসেন। দেখা যায়, আরোহীদের একজনও নিহত হননি। কয়েকজন সামান্য আহত হয়েছেন মাত্র। এ ঘটনাকে অলৌকিক বলে বিবেচনা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াউ বিমানবন্দরে। দুর্ঘটনাকবলিত বিমানটির স্বত্বাধিকারী সাউথ সুপ্রিম এয়ারলাইন্স। সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রাজধানী জুবা থেকে ওয়াউ বিমানবন্দরে অবতরণ করার সময় প্রতিক‚ল আবহাওয়ার মুখে পড়ে। প্রচÐ মেঘলা আবহাওয়ার কারণে পাইলট বিমানটি নিরাপদে অবতরণে ব্যর্থ হন। রানওয়েতে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানটির ডান পাশের ডানা একটি গাড়িকে আঘাত করলে, এতে আগুন ধরে যায়। এসময় বিমানটিতে ৩ শিশুসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। পাইলট দ্রæত বিমানের পেছন দিকের দরজা খুলে দেন। ক্রুরা আরোহীদের সবাইকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মকর্তা জেমস ডিমো ডেং জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দেশটির প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি আরোহীদের বেঁচে যাওয়ার ঘটনাকে অলৌকিক হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটা পুরোপুরি অলৌকিক। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। একজন মানুষেরও মৃত্যুর ঘটনা ঘটেনি। সিএনএন-এর খবরে বলা হয়েছে, বিমানটিতে মোট ৪৩ জন আরোহী ছিলেন। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, মোট আরোহীর সংখ্যা ছিল ৪৪। সাউথ সুদানের প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি বলেন, এটা পুরোপুরি অলৌকিক। এখানে শুধু সামান্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। একজন মানুষেরও মৃত্যু হয়নি। বিমান থেকে বেরিয়ে অনেকে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন। সিএনএন, এবিসি নিউজ, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।