Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা উদঘাটন

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে হত্যার পরিকল্পনা উদঘাটনের দাবি করেছে পুলিশ। জান্তা-বিরোধী এক পলাতক আন্দোলনকর্মীর অস্ত্রভান্ডার জব্দ করার পর পুলিশ একথা বলেছে। পুলিশ জানায়, তারা সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুসারী রাজনৈতিক দল ‘রেড শার্ট মুভমেন্ট’-এর এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার ‘রেড শার্ট’ নেতা উইথিপং কোচাথামাকুনের বাড়ি থেকে কয়েক ডজন রাইফেল ও গ্রেনেড এবং কয়েক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন কোচাথামাকুন। গত রোববার জাতীয় পুলিশ প্রধান জাকথিপ চাইজিনদা সাংবাদিকদের বলেন, আমরা স্কুপসহ একটি রাইফেল খুঁজে পেয়েছি। নিশ্চিতভাবেই সেটি পাখি মারার জন্য নয় বরং আমাদের দেশের নেতাকে (প্রায়ুথ চান-ওচা) গুপ্তহত্যা করার জন্য ব্যবহার হতো। ২০১৪ সালে থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাত করে ক্ষমতায় আসেন তৎকালীন সেনা প্রধান প্রায়ুথ চান ওচা। প্রায়ুথকে হত্যা পরিকল্পনার বিষয়ে আর কোনো প্রমাণ উপস্থাপন করেননি পুলিশ প্রধান জাকথিপ। তবে তিনি বলেন, উইথিপং এবং তার অনুসারীরা সবসময়ই জান্তা সরকারের বিরোধিতা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রেড শার্ট’ গ্রæপ প্রধানমন্ত্রীকে হত্যা করা হতে পরে বলে অনুমান প্রকাশ করেছিল এবং চোরাগোপ্তা হামলা চালানোর পরিকল্পনাও করছিল বলে জানান জাকথিপ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ