মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গাড়িতে বোমা থাকার দাবি করে এক ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের তল্লাশি চৌকি ডিঙিয়ে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টার সময় আটক হয়েছে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, গত শনিবার রাতের ওই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন-এর খবরে বলা হয়, আটক গাড়িচালক তার কাছে বোমা থাকার দাবি করেছিল। তবে ওই গাড়িতে কোনো বোমা বা বিস্ফোরক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকেও এব্যাপারে কিছু বলা হয়নি। ওই ঘটনার পর হোয়াইট হাউসের চারপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়। একইদিন হোয়াইট হাউসের সামনে বাফার জোনে একটি বাইক র্যাকের উপর দিয়ে এক ব্যক্তি লাফিয়ে পড়ে। সিক্রেট সার্ভিসের দুই সদস্য সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হয়। হোয়াইট হাউসের প্রধান সীমানা বেড়া এবং পাশের হাঁটাপথের মাঝের খালি জায়গায় এ ঘটনা ঘটে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।